images

তথ্য-প্রযুক্তি

ভিভো এক্স২০০ সিরিজের ৩ ফোন আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এক্স২০০ সিরিজের ফোন আনার ঘোষণা দিয়েছে। নতুন এই সিরিজের লাইন-আপে রয়েছে ভিভো এক্স২০০, এক্স২০০ প্রো এবং এক্স২০০ প্রো মিনি। 

আরও পড়ুন: আসছে নতুন পোকো ফোন, পাবেন ১৬ জিবি র‌্যাম

গত মাসেই চীনে নিজেদের নতুন এক্স২০০ সিরিজ লঞ্চ করেছে ভিভো। এবার বিশ্বব্যাপী আসছে এই ফোন। 

vivo

ভিভো এক্স২০০ মডেলে থাকছে কার্ল জেইস ন্যাচারাল কালার সাপোর্টসহ ৬.৬৯ ইঞ্চির ১০ বিট ওএলইডি এলটিপিএস কোয়াড-কার্ভড ডিসপ্লে। যা ফ্লিকার রিডাকশনের জন্য হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিংয়ের সুবিধা প্রদান করবে। সেই সঙ্গে ৪৫০০ নিটস দারুণ উজ্জ্বলতার সুবিধাও দেবে। ডায়মেনসিটি ৯৪০০ চিপসেটের মাধ্যমে চলবে এই ফোন।

vivo2

এছাড়া ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে অন্যতম হল – একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএস৯২১ প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএস ৮৮২ টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। স্পষ্ট সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫৮০০ এমএএইচ ব্যাটারি।

এজেড