images

তথ্য-প্রযুক্তি

শীতকালে গিজার যেভাবে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

প্রকৃতিতে শীত আসতে শুরু করেছে। এই সময়ে অনেকেই বাথরুমে গরম পানির ব্যবস্থা করেন। আর এই কাজে গিজারের তুলনা নেই। শীতকালে গিজারের ব্যবহার খুব বেশি হয়। কাজেই দরকার সঠিকভাবে গিজার ব্যবহারের নিয়ম জানা। পাশাপাশি গিজার ব্যবহারের সময় নিরাপত্তার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, নয়তো ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। জানুন গিজার ব্যবহারের সঠিক নিয়ম। 

গিজারে পানি ও বিদ্যুৎ সংযোগ দুই-ই থাকে। তাই গিজার থেকে বড়সড় বিপদ ঘটার ঝুঁকি থাকে। বন্ধ জায়গায় গিজার বসাবেন না। বায়ু চলাচল হয়, এমন জায়গায় গিজার বসান।

আরও পড়ুন: শীতকাল আসার আগেই গিজারের সার্ভিসিং কেন করবেন?

বাথরুমে গিজার লাগানো থাকলে গোসলের সময় এক্সজস্ট ফ্যান চালান। 

gyser

গিজারের লিক এড়াতে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করান।

সারাদিন গিজারের সুইচ অন করে রাখবেন না। গোসলের কিছুক্ষণ আগে সুইচ অন করুন, পানি গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিন।

gyser-pic

পানি গরম হয়ে গেলে গিজারটি মিইন পাওয়ার পয়েন্ট থেকে বন্ধ করে দিন। গিজার বন্ধ না করে গোসল করবেন না। এতে বিদ্যুত কম পুড়বে, গিজার দীর্ঘদিন ভালো থাকবে। 

আরও পড়ুন: গিজারের দিন শেষ! এই বালতিতেই গরম হবে পানি

গিজারে একটা নির্দিষ্ট সময় পর পানি গরম হয়ে যায়। পানি গরম হতে দেরি হলে বুঝবেন নির্ঘাৎ কোনও সমস্যা হয়েছে। পাশাপাশি, গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। যদি দেখেন গিজার নিজে থেকে বন্ধ হচ্ছে না, তবে মেকানিক ডাকতে হবে।

এজেড