তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
চীনের শাওমি সাশ্রয়ী দামে নতুন ৫জি স্মার্টফোন আনছে যার মডেল। রেডমি এ৪ ৫জি। এটাই শাওমির সবচেয়ে কম দামের ৫জি ফোন। এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।
এই রেডমি ফোন চালিত হবে নতুন স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট দিয়ে। এই প্রথম কোনও ফোনে এই হার্ডওয়্যার ব্যবহার করা হল।
যদিও এখনও পর্যন্ত এই নতুন ৫জি ফোনের কোনও স্পেসিফিকেশন প্রকাশ্যে আনেনি শাওমি। কিন্তু বিভিন্ন টেক পোর্টালে এর কিছু কনফিগারেশন ফাঁস হয়েছে। এই নতুন ৫জি চিপসেটের ফোনের ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এখানেই শেষ নয়, এই চিপসেট ৮ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে। সেই সঙ্গে স্টোরেজের জন্য ইউএফএস ৩.১ সাপোর্ট করছে। যার ফলে অ্যাপসগুলো আরও দ্রুত কাজ করতে সক্ষম হবে। আর এই ডিভাইসে মাল্টি-টাস্কিংও দারুণ হবে।
শুধু তা-ই নয়, নতুন এই হার্ডওয়্যার আরও নানা সুবিধা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল ৪০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড। আসলে বাজেট ফোনে এই চার্জিং স্পিড পাওয়া মুশকিল। সেক্ষেত্রে এই ফিচারে বড়সড় আপগ্রেড দিচ্ছে রেডমি এ৪ ৫জি।
আরও পড়ুন: টেসলার স্মার্টফোন: গুজব না সত্যি?
আপাতত শাওমি কীভাবে এই বাজেট ফোনটির প্যাকেজ ডিজাইন করেছে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। আর আজকালকার দিনে এই স্মার্টফোনটি বেশ আকর্ষণীয় সস্তা দামেই পাওয়া যাবে।
এজেড