images

তথ্য-প্রযুক্তি

আইফোন এসই ৪ মডেল বাজারে আসার আগেই জানা গেল ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ এএম

অ্যাপলের সবচেয়ে ছোট ফোন আইফোন এসই ৪ মডেল কবে বাজারে আসবে তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা তুঙ্গে। এতে না কি সস্তায় অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার থাকবে। তবে এই নিয়ে অ্যাপল এখনও মুখ খোলেনি। চলতি বছরের শেষ নাগাদ ব্যাপক হারে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই আইফোন এসই ৪ মডেলের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।

আইফোন এসই ৪ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন: টিপস্টার জুকানলসরেভের দাবি, আইফোন এসই ৪ মডেলে ৬.০৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ৬০ হার্জ। ফোনে থাকবে স্পেশাল নচ, যা ফেস আইডি এবং সামনের ক্যামেরা সিস্টেমকে ধরে রাখবে। এছাড়াও সামনে ১২ মেগাপিক্সেলের এবং পেছনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। বেস আইফোন ১৬ মডেলের মতো আইফোন এসই ৪ মডেলেও থাকছে অ্যাপলের লেটেস্ট এ১৮ চিপসেট।

আরও পড়ুন: স্মার্টফোন দিয়ে ‘নিখুঁত ফটো’ তোলার কৌশল

এছাড়াও যে সব তথ্য ফাঁস হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, নতুন আইফোন এসই ৪ মডেলে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে। এর আগের মডেলে ছিল ৮ জিবি র‍্যাম। ফলে র‍্যাম বাড়ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ডিজাইনে বেশ কিছু বদল হতে পারে।

আইফোন এসই ৪ মডেলে ৩২৭৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে, যা তার আগের মডেলের ২০১৮ এমএএইচ ব্যাটারির তুলনায় বেশি। স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি থেকে ৬.০৬ ইঞ্চি পর্যন্ত বাড়ানোর কারণে ব্যাটারির আকার বাড়ানো অস্বাভাবিক কিছু নয়। 

se

অন্য দিকে, আইফোন এসই ৪ মডেলের চার্জিং স্পিড ২০ ওয়াটই থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করতে পারে বলেও শোনা যাচ্ছে।

আইফোন এসই ৪ মডেলের সম্ভাব্য দাম

আইফোন এসই ৪ মডেল বাজারে আসছে ২০২৫ সালের প্রথমার্ধে। তবে এখনও দিনক্ষণ ঘোষণা করেনি অ্যাপল। ইতিমধ্যেই মার্চ মাসে লঞ্চ হতে পারে বলে একাধিক টিপস্টার দাবি করেছেন। সম্ভাব্য দামও জানিয়ে দিয়েছেন তারা। টিপস্টারদের দাবি অনুযায়ী, এই ফোনের দাম ৪৯৯ ডলার থেকে ৫৪৯ ডলারের ডলারের মধ্যে।

এখানে বলে রাখা ভালো, আইফোন এসই অর্থাৎ আগের মডেলের দাম ছিল ৪২৯ ডলার।

এজেড