তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম
দীর্ঘদিন ফেসবুক ব্যবহার না করার কারণে অনেকেই পাসওয়ার্ড ভুলে যান। কেউবা সেই যে ফোন কিনে প্রথমবার ফেসবুক লইগন করেছেন, তারপর আর লগআউট করেননি। ফলে পাসওয়ার্ড মনেও রাখেননি। আপনার ক্ষেত্রে এমনটা হলে কী করবেন? উপায় একটাই। সেটা হলো পাসওয়ার্ড রিসেট করা।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে গোপনে করতে পারবেন এই কাজ, টের পাবে না কেউ
জেনে নিন এক সেকেন্ডে রিসেট করার উপায়
অবসর সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পছন্দ করেন বহু মানুষ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো লগ ইন করা থাকে ফোনে। ফলে যখনই অন্য কোনও ডিভাইসে লগ-ইন করতে যান, তখনই দেখেন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। এমন সমস্যা প্রায়শই হয়। আপনারও যদি একই সমস্যা থেকে থাকে, তাহলে এই বিষয়ে আর চিন্তা করতে হবে না। আপনি সহজেই আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। শুধু তাই নয়, যদি মনে করেন আপনার ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জেনে গিয়েছে। তবে এই একই পদ্ধতি দিয়ে আপনি রিসেটও করে নিতে পারবেন পাসওয়ার্ড। এর জন্য আপনাকে শুধু আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর মনে রাখতে হবে। ধাপে ধাপে জেনে নিন কীভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হয়।
কীভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন?
প্রথমে আপনাকে www.facebook.com এ যেতে হবে। এর পর ফেসবুক লগইন পেজ খুলতে হবে।
তারপর আপনার ইমেইল আইডি দিতে হবে। তারপর Forget Password এ ক্লিক করুন।
এবার একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে আপনার মেইল আইডি বা আপনার ফোন নম্বর লিখতে হবে।
এখন আপনাকে একটি পেজে মোট তিনটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে থাকবে Use Google Account, Send Code via Email আর Send Code via Message।
তারপর আপনি যে অপশনটি বেছে নিতে চান, সেটি বেছে নিন। এতে আপনাকে একটি কোড দেওয়া হবে। তারপর স্ক্রিনে কোড লিখুন।
আবারও একটি নতুন পেজ খুলবে, যার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুকে লগইন করতে পারবেন।
এজেড