images

তথ্য-প্রযুক্তি

এই ফোন চালাতে লাগবে না সিম, দিতে হবে না চার্জ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪, ১১:৪১ এএম

পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কথা হয়তো অনেকেই শুনেছেন। তিনি একজন প্রযুক্তিপ্রেমী। সব সময় উদ্ভাবনী প্রযুক্তি প্রকাশ্যে আনেন। এরই ধারাবাহিকতায় নতুন ধরনের ফোন নিয়ে কাজ করছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই ফোনের নাম পাইফোন। শোনা যাচ্ছে আইফোনকে টেক্কা দিতে পাইফোন আনছে টেসলা ও স্পেস এক্সের এই কর্ণধার। যার দখলে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’। যা আগে টুইটার নামে পরিচিত ছিল। 

জানলে অবাক হবেন ইলন মাস্কের পাইফোন চার্জ দিতে হবে না। এমনকি এই ফোন চালাতে লাগবে না সিমও। ধারণা করা হচ্ছে এই ফোন বাজারে আসলে স্মার্টফোনের ধারণাটাই পাল্টে দেবে। 

p_p

পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমনই জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হচ্ছে, আলোতেই চার্জ হবে পাইফোন।

সূর্যের আলো তো বটেই, সাধারণ আলোতেও কোনও সমস্যা হবে না। চার্জে বসাতেও হবে না। ফোন থাকবে, আলো পড়বে, চার্জ হবে। আর কী চাই!

আরও পড়ুন: মোবাইল ফোন ব্যবহারে কি ব্রেন ক্যানসার হয়?

কোনও সিমও লাগছে না এই ফোনে। কারণেইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে পাইফোন। সোজা কথায়, স্যাটেলাইটে চলবে। ভবিষ্যতে সভ্যতা যত আগাবে, চাঁদ, মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে মানুষ। তখন পৃথিবী থেকেই সেখানে ফোন করা যাবে।

ফোন করা বা ছবি তোলার জন্য কি প্যাডও টিপতে হবে না। শুধু ভাবলেই হবে, অমুককে ফোন করব। মস্তিষ্কের তরঙ্গ বুঝে পাইফোন থেকে তার কাছে কল চলে যাবে। ভাবা যায়। এখানেই শেষ নয়, এই ফোন দিয়ে টেসলার স্বয়ংক্রিয় গাড়িও চালাতে পারবেন ইউজাররা।

pi

তা এমন ফোনের দাম কত হবে? নিশ্চয় অনেক বেশি। না, একদমই নয়। পাইফোনের দাম থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

কিন্তু ভাইরাল ভিডিও-এর আদৌ কোনও সত্যতা আছে? না কি পুরোটাই গুজব। হ্যাঁ, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিও-এর এক বিন্দু সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘আমরা এরকম কোনও ফোন তৈরি করছি না।’

আরও পড়ুন: আপনার কাশির শব্দ শুনেই গুগল বলে দেবে যক্ষ্মা হয়েছে কিনা?

তাহলে এমন গুজব ছড়াল কেন? এর পেছনেও রয়েছেন এলন মাস্ক। না, সরাসরি নয়, তবে পরোক্ষভাবে। গত বছর ‘অল্টারনেটিভ ফোন’ নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন ধনকুবের। তারপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলে। সোশ্যাল মিডিয়াতেই ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতিউৎসুক নেটিজেনরা।

phn

মাস্ক জানিয়েছেন, অটোমেটিভ এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে টেসলাকে আরও উন্নত করা যায় সেটাই এখন তার ধ্যানজ্ঞান। মহাকাশ অনুসন্ধান নিয়ে মাথা ঘামাচ্ছেন তিনি।

স্মার্টফোনের কথা এখন তার মাথায় নেই। মাস্কের এই বিবৃতির পর পাইফোনের জল্পনায় যে ইতি পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য।

এজেড