images

তথ্য-প্রযুক্তি

মোবাইল ফোন ব্যবহারে কি ব্রেন ক্যানসার হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম

এখন প্রায় সবারই স্মার্টফোন কিংবা ফিচার ফোন রয়েছে। অনেকের ধারণা অত্যাধিক মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেন ক্যানসার হতে পারে। এই কথাটি আসলেই সত্যি? নাকি মিথ? এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

আরও পড়ুন: প্যান্টের পকেটে ফোন রাখেন? ৯০%  মানুষ জানেন না কী ভুল করছেন

মোবাইল ফোন এবং ওয়্যারলেস প্রযুক্তি থেকে ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন ক্যানসারের কারণ হতে পারে। মোবাইল ফোন নিয়ে মিথ ভেঙে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

main_brain
  
নতুন একটি গবেষণায় উঠে এল বেতার তরঙ্গ প্রেরণকারী প্রযুক্তি খুবই দুর্বল। তাদের ডিএনএ ক্ষতি করার জন্য পর্যাপ্ত শক্তি নেই। আর ক্যানসার হওয়ার শঙ্কা নেই। এমনটাই বলা হয়েছে গবেষণায়।

আরও পড়ুন: মোবাইলে কথা বলতে কোন কান ব্যবহার করা উচিত?

গবেষণায় স্পষ্ট বলা হয়েছে যে, মোবাইল ফোন থেকে ব্রেন ক্যানসার হয় না। মস্তিষ্কের ক্যানসার বা মাথা ও ঘাড়ের ক্যানসারের মধ্যেও কোনও যোগসূত্র নেই। 

brain-pic
  
গবেষণায় এটা স্পষ্ট করে দেওয়া হয় যে মোবাইল ফোন এবং বেতার প্রযুক্তির দ্বারা নির্গত রেডিও তরঙ্গের সরাসরি শরীরের ক্ষতি করার মতো কোনও পর্যাপ্ত শক্তি নেই। 

আরও পড়ুন: স্মার্টফোনে এসব ছবি-ভিডিও ভুলেও দেখবেন না, হতে পারে জেল-জরিমানা

মোবাইল ফোন রেডিওফ্রিকোয়েন্সি (আরএফ) তরঙ্গ ব্যবহার করে সংকেত বিনিময় করে। ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীতে যা একধরনের শক্তি। যে কারণে মোবাইল ফোনগুলিকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বন্ধ করতে বলা হয়। তবে এর সঙ্গে ক্যানসারের যোগ নেই বলে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা।

এজেড