images

তথ্য-প্রযুক্তি

কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের ওপর দাগ থাকে কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪, ০৯:১১ এএম

কম্পিউটার, ল‍্যাপটপ বর্তমানে বেশিরভাগ সকলেরই নিত‍্যসঙ্গী। অফিসের কাজ হোক বা পড়াশোনা, ল‍্যাপটপের একছত্র রাজ‍্যপাট বেশিরভাগ জায়গাতেই। কিন্তু এই ল‍্যাপটপ, কম্পিউটার নিয়েই অনেক তথ্য এখনও অনেকেরই অজানা। 

bumps

কম্পিউটার বা ল‍্যাপটপের কি-বোর্ডের দিকে ভালো করে তাকালেই দেখা যাবে F এবং J, এই দুইটি বোতামের ঠিক নিচের দিকেই থাকে দুইটি দাগ। 

আরও পড়ুন: ল্যাপটপ পরিষ্কার করার সঠিক উপায় জানেন না অনেকেই

কখনও ভেবে দেখেছেন কেন থাকে এই দুই অক্ষরের ওপরেই দেওয়া থাকে এমন চিহ্ন। এই চিহ্নের আসল অর্থ কী? অন‍্য কোনও অক্ষরের উপরে কেন থাকে না?

key

এফ এবং জে-এর তলায় এই দুই চিহ্ন দেওয়া হয়েছে টাইপিংয়ের কারণে। মূল উদ্দেশ্য হল টাইপিংয়ের গতি বাড়ানো। 

যিনি টাইপ করছেন তিনি যাতে কি-বোর্ডের দিকে না তাকিয়েই টাইপ করতে পারেন, সে জন‍্যেই দেওয়া থাকে এই দুই চিহ্ন। কিন্তু টাইপিং-এর গতি বাড়ানোর উদ্দ‍্যেশ‍্যে কেন বেছে নেওয়া কেবল এই দুইটি অক্ষর? অন‍্য অক্ষরগুলো কেন নয়? 

key-board

আসলে, এই দুইটি বোতাম কি-বোর্ডের ঠিক মাঝখানে এবং তাদের চারপাশের বোতামগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অতএব, এই বোতামগুলো চিহ্নিত করার মাধ্যমে, টাইপারের পক্ষে অন্যান্য বোতামগুলোতে পৌঁছানো সহজ হয়ে যায়।

inner-[ic

অবশ‍্য এর মূল কারণ জানতে গেলে একেবারে পৌঁছে যেতে হবে টাইপরাইটারের আদি ইতিহাসে। তখন টাইপরাইটারে টাইপ করতে হলে দুই হাতের আঙুল নির্দিষ্ট জায়গায় রাখতে হত।

আরও পড়ুন: কিবোর্ডে A,B,C,D পর পর থাকে না কেন?

এই চিহ্নগুলোর সাহায্যে টাইপিস্ট আঙ্গুলের সঠিক অবস্থান জানতে পারে। যখন কম্পিউটার এবং কি-বোর্ড এলো, তখনও প্রাচীন পন্থা অনুসরণ করেই থেকে গিয়েছে এই দুইটি চিহ্ন।

এজেড