images

তথ্য-প্রযুক্তি

নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে এসব নিয়ম মানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

অনেকেই অনলাইনে কেনাকাটা করেন। অনলাইনে শুধু কেনাকাটাই নয়, ডিজিটাল মানি আদান-প্রদানও করেন। কেউবা আবার এক ব্যাংক থেকে অর্থ অন্য ব্যাংকে ট্রান্সফার করেন। এছাড়াও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কেনাকাটা, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন বিল দিয়ে থাকেন। তবে এসব লেনদের সুরক্ষার বিষয়টি কীভাবে নিশ্চিত করবেন?

জেনে নিন অনলাইনে লেনদেনে সতর্ক থাকার উপায়

* ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পিন নম্বর কখনো কার্ডের সঙ্গে একসঙ্গে রাখবেন না। কোনও কারণে আপনার কার্ড বেহাত হলেও যেন পিন নম্বর জেনে কেউ টাকা হাতাতে না পারে।

* কার্ড কোনও ভাবে বেহাত হয়েছে বুঝতে পারলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকে ফোন করে কার্ড দ্রুত ব্লক করার ব্যবস্থা করুন।

* এটিএম থেকে কার্ড ব্যবহার করার সময়ে দেখে নিন সেখানে সোয়াইপ এর জায়গায় কোনও এক্সটার্নাল যন্ত্র বা কি-প্যাডের উপরে কোথাও গোপন ক্যামেরা আলাদা করে বসানো আছে কী না। সেরকম বুঝলে সতর্ক হোন। এটা আপনার কার্ড ক্লোন করার ছকও হতে পারে।

আরও পড়ুন: ইনফিনিক্স নোট ৪০এস: মিডরেঞ্জের ফোনে ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা 

* এখন অনেক ডেবিট কার্ডের ক্ষেত্রে সোয়াইপ না করেও ২০০০ টাকা পর্যন্ত ট্রানজাকশন করা যায়। এরকম চিপ কার্ডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে পার্সে রাখুন।

* কোথাও কার্ড ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে পিন নম্বর বসানোর সময়ে হাত দিয়ে আড়াল করে রাখুন যাতে কেউ পিন না দেখে নিতে পারে।

* হোটেল, রেস্তোরাঁ বা কোনও দোকানে কার্ডের মাধ্যমে দাম মেটাতে হলে নিজে সেই কার্ড সোয়াইপ করবেন। কার্ডটি কোনও কর্মীর হাতে দিয়ে পিন নম্বর বলে দেবেন না।

hacking

* কার্ড আপডেট করার কথা বলে কোনও অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ এলে এড়িয়ে চলবেন। কার্ড সংক্রান্ত কোনও বিষয় জানতে হলে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলুন।

* অনলাইনে কেনাকাটার সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে দাম মেটাতে হলে আগে দেখে নিন পেমেন্ট গেটওয়েটি সুরক্ষিত কি না।

* কার্ডের তথ্য কোনওভাবেই আপনার স্মার্টফোন বা ল্যাপটপে অটো সেভ রাখবেন না।

* অপরিচিত কোনও ফোন নম্বর থেকে কল বা মেসেজ করে আপনার কার্ড আপগ্রেডেশনের নামে কোনও রিমোট এপ ডাউনলোড করতে বলা হলে করবেন না।

* পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন না করাই ভালো।

* যে গ্যাজেটের মাধ্যমে কার্ড ব্যবহার করে অনলাইন ট্রানজাকশন করছেন সেটিতে যেন অবশ্যই লাইসেন্সড এন্টি ভাইরাস ও এন্টি ম্যালওয়ার ইনস্টল করা থাকে।

* কোনও ক্রেডিট বা ডেবিট কার্ডের মেয়াদ ফুরিয়ে গেলে সেটিকে ভালো ভাবে নষ্ট করবেন, যেখানে সেখানে ফেলে দেবেন না।

* ক্রেডিট বা ডেবিট কার্ডের স্টেটমেন্ট নিয়মিত নজরে রাখুন। কোথাও কোনও ভাবে গোলমাল নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

* কিউআর কোড স্ক্যান করার আগে দেখুন সেটি সুরক্ষিত কী না।অনলাইন পেমেন্ট অ্যাপস টু পয়েন্ট অথেন্টিকেশন করে রাখুন যাতে মোবাইলটি বেহাত হলেও কেউ চট করে ওই পেমেন্ট অ্যাপ বহার না করতে পারে।   

এজেড