তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পিএম
পৃথিবীতে যতগুলো সামাজিক যোগাযোগের অ্যাপ রয়েছে তার মধ্যে হোয়াটসঅ্যাপই সবচেয়ে বেশি আপডেট আনে। ব্যবহারকারীদের নিত্যনতুন ফিচারের অভিজ্ঞতা দিতেই নতুন ফিচার আনা হয়। এসব ফিচার সম্পর্কে অনেকেরই জানা নেই। জানুন এমনই একটি ফিচার সম্পর্কে।
হোয়াটসঅ্যাপ বেটা আপডেটে সম্প্রতি যুক্ত হয়েছে ট্যাগিংয়ের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে তার স্ট্যাটাস ট্যাগ করতে পারবেন। এতে করে সেই পোস্ট বিশেষ করে যাকে ট্যাগ করা হল, তার সঙ্গে রি-শেয়ার হবে আর কী! যদিও, সেই পোস্টে কাকে ট্যাগ করা হল, তা শো করবে না হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে রাখার উপায়
নতুন ফিচারটি ভালো বিষয়, সন্দেহ নেই। প্রাইভেসিও রইল, আবার মনের কথা জানানোও গেল। হোয়াটষঅ্যাপও সেটাই চায়। এক বিবৃতিতে তাই জানানো হয়েছে মেটা-মালিকানাধীন সংস্থার তরফে যে, কাছের মানুষদের কাছে, পছন্দের মানুষদের কাছে স্ট্যাটাস আপডেট যাতে পৌঁছায়, সেই ব্যাপারটা এবার পাকাপাকিভাবে নিশ্চিত হল। কেন না, যাদের ট্যাগ করা হল, তাদের নোটিফিকেশনও পাঠাবে হোয়াটসঅ্যাপ আলাদা করে অন্যের অজান্তে।
এছাড়া স্ট্যাটাস আপডেট লাইক করার সুবিধাও না কি থাকছে। বাটনে একটা মাত্র ট্যাপ স্রেফ দরকার- তাতেই পছন্দের স্টেটাস লাইক হয়ে যাবে। এখানেও প্রাইভেসি বজায় থাকবে পুরোদস্তুর। যার স্ট্যাটাস লাইক করা হল, সেই পোস্টে এই লাইক শো করা হবে না, শুধু ওই ব্যক্তি নোটিফিকেশন পাবেন এবং একা তিনিই এটা দেখতে পাবেন।
এছাড়া মেটা এআই ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ইউজার। জানা গিয়েছে, এক্ষেত্রে ইউকে এবং ইউএস দুই অ্যাকসেন্টই রাখা হবে মেটা এআই ভয়েস মোডে, যাতে কারও বুঝতে অসুবিধা না হয়।
এজেড