images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার। এই নতুন সংযোজনের ফলে ভিডিও কলে একটা পার্সোনাল টাচ আসবে। আর ভিজ্যুয়ালও থাকবে বেশ প্রাইভেট এবং প্রফেশনাল।

ভিডিও কলের জন্য নতুন টুল এবং এফেক্টের কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। ফলে গুগল মিট এবং জুমের মতোই ভিডিও কলের ক্ষেত্রে ব্যবহারকারীরা এই মেসেজিং প্ল্যাটফর্মে এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপ দাবি করছে, এই নতুন সংযোজনের ফলে ভিডিও কলে একটা পার্সোনাল টাচ আসবে। আর ভিজ্যুয়ালও থাকবে বেশ প্রাইভেট এবং প্রফেশনাল। কল ফিল্টারের কারণে কল করার অভিজ্ঞতা সুন্দর হবে। সেই সঙ্গে একঘেয়ে স্ক্রিন দেখারও সমস্যা আর থাকবে না। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ব্লক খেয়েছেন? এই সহজ উপায়ে আনব্লক হতে পারেন

জানা গিয়েছে যে, মোট ১০টি ফিল্টার আনছে হোয়াটসঅ্যাপ। যা ব্যবহারকারীরা পরবর্তী ভিডিও কলের জন্য বেছে নিতে পারেন। এক্ষেত্রে দারুণ সুবিধা হতে চলেছে ব্যবহারকারীদের। কিন্তু কীভাবে। 

call

ধরা যাক, কেউ কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন, অথচ নিজের আশপাশে কী চলছে, সেটা দেখাতে চাইছেন না। সেক্ষেত্রে এই টুল দারুণ সহায়ক হতে চলেছে। হোয়াটসঅ্যাপ এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড অপশনগুলির মধ্যে কী কী থাকতে চলেছে, সেটাই দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ এআর ফিল্টার অপশন: Warm, Cool, Black and White, Light leak, Dreamy, Prism light, Fisheye, Vintage TV, Frosted glass, Duo tone

হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড অপশন: Blur, Living room, Office, Cafe, Pebbles, Foodie, Smoosh, Beach, Sunset, Celebration Forest

এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে টাচ আপ এবং লো-লাইট বিকল্প। যা ভিডিও কলের লাইটিং পরিবর্তন করে ভিডিও-র অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। এই নতুন ফিচার কাজ করবে ভিডিও কল এবং গ্রুপ ভিডিও কল উভয় ক্ষেত্রেই। 

হোয়াটসঅ্যাপ স্ক্রিনের একেবারে উপরের ডান দিকের কোণে থাকা এফেক্ট আইকন বেছে নেওয়া যাবে। এরপর ব্যবহারকারী নিজের পছন্দসই ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন। তবে তাদের তরফে এ-ও জানানো হয়েছে যে, আগামী সময়ে এই সমস্ত এফেক্ট আসবে সকল ব্যবহারকারীর জন্য।

এজেড