images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ব্লক খেয়েছেন? এই সহজ উপায়ে আনব্লক হতে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

হোয়াটসঅ্যাপ যেমন ব্যবহারবান্ধব তেমনি অনেক সময় বিরক্তি কারণও বটে! আর তাইতো অনেক সময় এমন পরিস্থিতি আসে যে বন্ধু বা সঙ্গী আপনার ওপর রাগ করে আপনাকে ব্লক করে। তখন একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অযাচিত ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হয়।তবে জানেন কি, ব্লক হওয়ার পরেও আপনি যাকে চান তাকে মেসেজ করতে পারেন। নিজেকে আনব্লক করা সম্ভব। 

প্রথমত, আপনাকে নিশ্চিত হতে হবে যে ওই নির্দিষ্ট ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে। একবার মেসেজ পাঠানোর চেষ্টা করুন। যদি ডাবল টিক না হয় এবং শুধুমাত্র সিঙ্গেল টিক থেকে যায়, তা হলে বুঝবেন  আপনাকে ব্লক করা হয়েছে। এর পরে আপনি নিজেকে আনব্লক করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

unblock

প্রথমে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে হবে। তার পর নতুন করে ইন্সটল করে সাইন আপ করুন নতুন করে। এর পরে আপনি আপনা থেকেই আনব্লক হবেন।

আরও পড়ুন: ফেসবুক লক প্রোফাইলের ছবি দেখার উপায়

তবে মনে রাখবেন – অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ। ডিলিট করার পর আপনার সমস্ত ব্যাকআপ ডিলিট হতে পারে।

pp3

অন্য একটি উপায়ও আছে…

এর জন্য আপনাকে আপনার বন্ধুর সাহায্য নিতে হবে। তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে বলতে হবে। সেখানে নিজেকে যুক্ত করতে বলতে হবে। যার সঙ্গে কথা বলতে চান তাকেও গ্রুপে অ্যাড করতে হবে। এর পর গ্রুপে কথা বলে সেই ব্যক্তিকে রাজি করাতে হবে আপনাকে আনব্লক করার জন্য।

এজেড