images

তথ্য-প্রযুক্তি

আপনার স্মার্টফোনের চার্জার আসল নাকি নকল কীভাবে বুঝবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ এএম

বেশিরভাগ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোনের সঙ্গে চার্জার দিয়ে দেয়। অনেক সময় সেই চার্জার নষ্ট হলে নতুন করে বাজার থেকে কিনে নিতে হয়। আপনার কেনা চার্জার আসল নাকি নকল তা বোঝা কঠিন।

ল্যাপটপ এবং স্মার্টফোনের মতো দামি ডিভাইসের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হল নকল চার্জার। ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ারও এটাই কারণ।

শুধু তাই নয়, নকল চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। এখন প্রশ্ন হল, চার্জার আসল না কি নকল, সেটা বোঝা যাবে কী করে?

carger

চার্জার আসল কি না বোঝার জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের অফিসিয়াল অ্যাপ রয়েছে। এর নাম BIS CARE। গুগল প্লে স্টোরেই রয়েছে এই অ্যাপ। প্রথমে এটা ফোনে ইনস্টল করতে হবে। এবার দেখে নেওয়া যাক BIS CARE অ্যাপ ব্যবহারের পদ্ধতি।

ইনস্টল করার পর ফোনে BIS CARE অ্যাপ খুলতে হবে।এবার ক্লিক করতে হবে Verify R no. Under CRS অপশনে।

আরও পড়ুন: স্মার্টফোনে এসব ছবি-ভিডিও ভুলেও দেখবেন না, হতে পারে জেল-জরিমানা

ইনস্টল করার পর ফোনে BIS CARE অ্যাপ খুলতে হবে। এবার ক্লিক করতে হবে Verify R no. Under CRS অপশনে। ইউজারের সামনে দুটি ফাঁকা বক্স খুলে যাবে। প্রথম বক্সে প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। দ্বিতীয় বক্সে কিউআর কোড স্ক্যান করতে হবে।

fake

কোথা থেকে পাওয়া যাবে প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর: চার্জারেই R-XXXXXXXXX ফরম্যাটে প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। ইউজার যদি এই নম্বর খুঁজে না পান তাহলে কিউআর কোড স্ক্যান করতে পারেন। 

যাবতীয় তথ্য দিলেই ফোনের স্ক্রিনে চার্জার সম্পর্কিত সমস্ত তথ্য ফুটে উঠবে। এর মধ্যে প্রোডাক্ট নির্মাতার নাম, দেশ, প্রোডাক্ট ক্যাটাগরি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নম্বর, মডেল ইত্যাদি সব বিবরণ থাকবে। এখান থেকেই ইউজার বুঝে যাবেন চার্জার আসল না কি নকল।

এজেড