তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮ এএম
বেশিরভাগ মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এজন্য তাদের ভরসা করতে হয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর। তাই স্লো ইন্টারনেট নিয়ে তাদের বিস্তর অভিযোগ থাকে। জেনে নিন স্লো ইন্টারনেট ফাস্ট করার উপায় সম্পর্কে। ইন্টারনেট স্পিড স্লো হওয়ার পিছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলো যদি কম স্পিড দেয়। এটা কোনও কারণ হলে শুধু আপনি নয়, যে কোনও এলাকার ওই নির্দিষ্ট সার্ভিস প্রভাইডারের সব গ্রাহকই সমস্যায় পড়বেন।
দ্বিতীয়ত ভৌগলিক অবস্থান। পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক সঠিকভাবে পৌঁছায় না। তাই সেই সব জায়গায় ইন্টারনেট স্পিড স্লো হবে এটাই স্বাভাবিক।
তৃতীয়ত, ফোনের সমস্যা। অনেকসময় ফোনের সমস্যার কারণে ইন্টারনেট স্পিড কম হতে পারে। কিন্তু সেই সমস্যা সমাধান করা সম্ভব। ফোনের কিছু সেটিংস বদলে ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।
অধিকাংশ ফোনের সেটিংসে নেটওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে অটোমেটিক করা থাকে। এক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার। জেনে নিন কী পরিবর্তন করতে হবে।
স্টেপ ১: প্রথমে সেটিংশ অপশনে ঢুকতে হবে।
স্টেপ ২: সেখানেই রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপশন। ওই অপশনে ক্লিক করুন।
স্টেপ ৩: এরপর নেটওয়ার্ক প্রভাইডার অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ ৪: সেখানে দেখা যাবে Select Automatically অপশন। ক্লিক করুন সেখানে।
স্টেপ ৫: অটোমেটিক অপশনটি বন্ধ বা OFF করে দিতে হবে।
এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে ম্যানুয়ালি নিজের মোবাইল সার্ভিস প্রভাইডার সার্চ করুন। এবং সিলেক্ট করুন। এরপর ফোনটি রিস্টার্ট করে ফের ইন্টারনেট চালু করলে ইন্টারনেট স্পিড বাড়ার সম্ভাবনা থাকবে। তবে এরজন্য ৪জি অথবা এলটিই সিলেক্ট করা থাকতে হবে।
যদি না থাকে তাহলে কীভাবে ৪জি নেটওয়ার্ক বা এলটিই নেটওয়ার্ক সিলেক্ট করবেন?
প্রথমত সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর কানেকশন অপশনে ট্যাপ করতে হবে।
সেখানেই রয়েছে SIM কার্ড ম্যানেজার। ওই অপশনটি সিলেক্ট করতে হবে।
এরপর মোবাইল ডেটা অপশনে ক্লিক করুন। এবং সিলেক্ট করুন LTE/3G/2G (Auto Connect) অপশনটি।
এরপর সেটিংস থেকে বেরিয়ে আসুন।
উপরের প্রক্রিয়া অবলম্বনে ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন।
এজেড