তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ এএম
সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের আইফোন ১৬ সিরিজ। এই সিরিজের অন্যতম ফোন আইফোন ১৬ প্লাস। এদিকে বাজার কাঁপাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪ প্লাস। এই দুই মডেল থেকে কেনটি কিনবেন? কোনটি আপনার জন্য ভালো হবে? পড়ুন তুলনামূলক প্রতিবেদন।
এই দুটি ফোনই তাদের নিজ নিজ জায়গায় চমৎকার ফিচার অফার করে। কন্টেন্ট ক্রিয়েটরদের প্রথম পছন্দ আইফোন বা স্যামসাং এর এস সিরিজ। এই দুটি ফোনই উন্নত ফটো ক্যাপচার করতে পারে।
স্যামসাং ও আইফোনের ফোনের ডিজাইন-ডিসপ্লে যেমন
যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তাহলে এই দুটি ফোনই বেশ ভালো। উভয় স্মার্টফোনেই গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। আইফোন ১৬ প্লাস মডেলে আপনি পাচ্ছেন ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলিড ডিসপ্লে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলে পাবেন একই আকারের ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলিড টুএক্স ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস। পাশাপাশি আইফোন ১৬ প্লাসের ডিসপ্লেতে রয়েছে ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস ব্রাইটনেস।

আইফোন ও স্যামসাং ফোনের ক্যামেরার পার্থক্য
কন্টেন্ট ক্রিয়েটররা ফোনে প্রথম যে জিনিসটি দেখেন তা হল ক্যামেরা, যেকোনো ফোন কেনার আগে এটি বারবার চেক করা হয়। আপনি আইফোন ১৬ প্লাসে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপলব্ধ। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলে ক্যামেরার ক্ষেত্রে পাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: স্যামসাংয়ের এই ফোনের দাম হাতের নাগালে
স্যামসাংয়েরে ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। আমরা যদি ফ্রন্ট ক্যামেরার দিকে তাকাই, উভয় ফোনেই সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

কর্মক্ষমতা এবং ব্যাটারির মধ্যে একটি বড় পার্থক্য আছে
অ্যাপল ব্যাটারির মানের দিক থেকে বারংবার শীর্ষ স্থান দখল করে। তবে অ্যাপল নতুন সিরিজে ব্যাটারি আরও উন্নত করেছে। আইফোন ১৬ প্লাসে এ১৮ চিপসেট রয়েছে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাসে এক্সিনোস ২৪০০ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনগুলো ভালো প্রমাণিত হয়। অ্যাপল তার আইফোনের ব্যাটারি উল্লেখ করেনি। স্যামসাংয়ের স্মার্টফোনটিতে একটি ৪৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
উল্লিখিত দুটি ফোনের স্পেসিফিকসশন তুলনা করার পরে, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনি কোনটি কিনবেন।
এজেড