তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১০:১৪ এএম
নতুন ফোন কেনার পর সবাই যে কাজটি প্রথমেই করেন সেটি হচ্ছে স্ক্রিন প্রটেক্টর লাগান। এরপর ব্যাককভার। অনেকের মনেই প্রশ্ন নতুন ফোনে স্ক্রিন গার্ড ব্যবহার করা কি ভালো? আসল সত্যিটা অনেকে জানেন না।
মনে করা হয়, একটি ভালো স্ক্রিন গার্ড ফোনের স্ক্রিন রক্ষা করতে সাহায্য করে। অতএব, স্ক্রিন গার্ড কেনার সময় কয়েকটি বিষয় মনে রাখা উচিত।
স্মার্টফোন এমন একটি ডিভাইস, যা বেশিরভাগ কাজে ব্যবহৃত হয়। ইন্টারনেট ব্রাউজ করা হোক, সিনেমা দেখা বা অনলাইন পেমেন্ট করা, প্রতিটি কাজেই ফোন ব্যবহার করা হয়। ফোনের স্ক্রিন হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর সাহায্যেই সব কাজ করা হয়। তাই ফোনের স্ক্রিন রক্ষা করা খুবই জরুরি।

স্ক্র্যাচ এবং ভাঙন থেকে স্মার্টফোনের স্ক্রিন রক্ষা করার জন্য স্ক্রিন গার্ড খুবই গুরুত্বপূর্ণ। একটি স্ক্রিন গার্ড ইনস্টল করা না থাকলে সবচেয়ে দামি ফোনটিও নষ্ট হয়ে যেতে পারে।
তবে, বাজারে অনেক ধরনের স্ক্রিন গার্ড পাওয়া যায়, যা সঠিক জিনিস বেছে নেওয়া কিছুটা কঠিন করে তুলতে পারে। একটি ভালো স্ক্রিন গার্ড ফোনের স্ক্রিন রক্ষা করতে সাহায্য করে। অতএব, স্ক্রিন গার্ড কেনার সময় কয়েকটি বিষয় মনে রাখা উচিত।
১. স্পর্শ সংবেদনশীলতা
আজকাল বেশিরভাগ স্মার্টফোনই টাচ স্ক্রিন। ফোনের স্ক্রিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রতিটি কাজ করতে ফোনের স্ক্রিন স্পর্শ করতে হয়। অতএব, স্ক্রিন গার্ড এমন হওয়া উচিত, যাতে এটি পর্দার সংবেদনশীলতা হ্রাস না করে। স্ক্রিন গার্ড ইনস্টল করার পরেও যেন ফোনটি স্বচ্ছন্দে ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: এসির পানি কি খাওয়া যায়?
২. বুদবুদ
অনেক সময় ফোনে স্ক্রিন গার্ড ঠিক করার সময় এতে বাতাস ঢুকে যায়, যার কারণে স্ক্রিনে বুদবুদ তৈরি হয়। কিন্তু, স্ক্রিন গার্ড বাবলের উপস্থিতির কারণে, স্ক্রিনটি ভালো দেখায় না এবং এই বুদবুদটি চলে যায় না। অতএব, স্ক্রিন গার্ড ইনস্টল করার সময়, বুদবুদ যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৩. ইনস্টলেশন
স্ক্রিন গার্ড ইনস্টল করার সময়, এটি আঁকাবাঁকা হয়ে যেতে পারে এবং এতে বুদবুদও দেখা দিতে পারে। স্ক্রিন গার্ড নিজেই ইনস্টল করা কঠিন হতে পারে। অতএব, এটি একটি পেশাদার দ্বারা ইনস্টল করা যেতে পারে।

৪. দাম
স্ক্রিন গার্ডের দাম ভিন্ন। স্ক্রিনের দাম তার মানের উপর নির্ভর করে। তাই বাজেট অনুযায়ী স্ক্রিন গার্ড বেছে নেওয়া উচিত।
৫. ফোনের মডেল
স্মার্টফোনের মডেল অনুযায়ী স্ক্রিন গার্ডের তারতম্য হয়। যে কারণে এক ফোনের স্ক্রিন গার্ড অন্য ফোনে মানায় না। তাই নিজেদের ফোনের মডেল অনুযায়ী স্ক্রিন গার্ড কেনা উচিত।
এজেড