images

তথ্য-প্রযুক্তি

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করল সরকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ জুলাই ২০২৪, ১১:৪২ এএম

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করল সরকার

ইন্টারনেটভিত্তিক দেশীয় শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশে। মঙ্গলবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেয়েফায়েড ফেসবুক পেজ ও প্রোফাইলে এক বার্তায় এই তথ্য জানান।

আরও পড়ুন: মোবাইল ব্রডব্যান্ড চালু করল গ্রামীণফোন, জানুন মাসিক খরচ কত

স্টার্ট আপ বাংলাদেশের ফেসবুক পোস্টটি রি-শেয়ার করে পলক লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।’

পলক

কিন্তু কী কারণে টেন মিনিট স্কুলের এই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে সে সম্পর্কে প্রতিমন্ত্রী পলকের পোস্টে কিছু জানানো হয়নি। একই সঙ্গে স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়নি।  

আরও পড়ুন: আজ দিনভর ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

এজেড