তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল। ভয়ঙ্কর পেগাসাস সফটওয়্যারের মতো সাইবার আক্রমণ হতে পারে স্মার্টফোনে। সাইবার আক্রমণ নিয়ে ব্যবহারকারীদের অ্যালার্ট পাঠানো শুরু করেছে কোম্পানি। ৯৮টি দেশে সাইবার আক্রমণের অ্যালার্ট পাঠিয়েছে গুগল। আইফোন থাকলে অতিরিক্ত সাবধান থাকার কথা জানিয়েছে সংস্থা।
সাইবার বিশেষজ্ঞদের মতে, কেউ আপনার ওপর নজর রাখছে।আইফোনে হতে পারে পেগাসাসের মতো সাইবার আক্রমণ। তাই স্পাইওয়্যার আক্রমণ নিয়ে চিন্তিত সাইবার বিশেষজ্ঞরা। এর ফলে দূর কোনও জায়গা থেকে আপনার ফোনের নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে হ্যাকাররা। তবে তা থেকে নিরাপদ থাকার উপায়ও রয়েছে।
আরও পড়ুন: আপনার ফোনে কি নেটওয়ার্ক থাকে না? জানুন কোন ভুলে এমন হচ্ছে
৯৮টি দেশে এই স্পাইওয়্যার নিয়ে সতর্ক করেছে অ্যাপল। প্রত্যেকটি দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য এই সাবধানবাণী জারি করেছে মার্কিন সংস্থাটি। অ্যাপলের কথায়, মার্সিনারী স্পাইওয়্যার আক্রমণ হতে পারে, যা রেগুলার সাইবার অপরাধের থেকেও ভয়ঙ্কর বলে জানিয়েছে সংস্থাটি।
অনেকটা পেগাসাস সফটওয়্যারের মতো, যা নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। এই ধরনের সাইবার আক্রমণে ব্যবহারকারী কিছু ভুল না করেও, হ্যাকিংয়ের শিকার হয়। দূর কোনও দেশ থেকে আপনার ফোনের উপর সমস্ত নিয়ন্ত্রণ পেয়ে যায় ডার্ক ওয়েবের অপরাধীরা। এর আগে একাধিকবার আইফোনে সাইবার হানার সতর্কতা জারি করেছিল সাইবার বিশেষজ্ঞরা।
আইফোন ব্যবহারকারীর যেবাবে সাইবার হানার খপ্পরে পড়তে পারেন?
অ্যাপলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই আক্রমণে হ্যাক হতে পারে অ্যাপল আইডি। তারপর সেটি কাজে লাগিয়ে ফোনে অসাধু কার্যকলাপ করতে পারে হ্যাকাররা। ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য। যে কেউ এই সাইবার হানার মুখে পড়তে পারেন। অ্যাপল জানিয়েছে, একমাত্র ইউজারই জানে তিনি কে এবং তিনি কী করছেন।
সংস্থা আইফোন ব্যবহারকারীদের জানিয়েছে, এই ধরনের আক্রমণ শনাক্ত করা বেশ কঠিন কাজ। তাই সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে নেবেন। এ বছর এপ্রিলে ৯২টি দেশে ব্যবহারকারীদের এলার্ট পাঠায় অ্যাপল।
পেগাসাসের মতো এই সফটওয়্যারগুলি সাধারণত নজরদারী চালানোর জন্য ফোনে ইনস্টল করানো হয়। এই সফটওয়্যার সম্পর্কে ব্যবহারকারী জানতেই পারেন না। ২০২১ সালে এরকমই ৩০ হাজার মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবীদের আক্রমণ করে পেগাসাস।
সাইবার বিশেষজ্ঞদের অনেকাংশের মতে, নিয়মিত ফোন রিবুট করলে কিছুটা হলেও এই আক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। পাশাপাশি মোবাইল সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা, সিকিউরিটি প্যাচগুলো ইনস্টল করা ইত্যাদি অভ্যাস মেনে চললে অনেকটা নিরাপদ থাকা যায়।
এজেড