তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ জুন ২০২৪, ১০:২৯ এএম
বাসা-বাড়িতে বেশিরভাগ মানুষ ফ্রিজ দেয়ালের পাশে স্থাপন করেন। ফ্রিজ যেহেতু বৈদ্যুতিক যন্ত্র তাই এই যন্ত্র থেকেই তাপ নির্গত হয়। যা রুমের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। এছাড়াও অতিরিক্ত উষ্ণতায় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। অনেকেই জানেন না, ফ্রিজ দেয়াল থেকে কতটা দূরে রাখা উচিত।
ফ্রিজের পেছনে পর্যাপ্ত জায়গা রাখুন
ফ্রিজ পুরনো হলে অবশ্যই বিদ্যুৎ খরচ বেশি হবে। পুরানো মডেল দ্রুত গরম হয়। এই পরিস্থিতিতে, এটি গুরুত্বপূর্ণ যে কোনও ফ্রিজ চালানোর সময়, এটির পেছনে পর্যাপ্ত জায়গা থাকা উচিত। ফ্রিজটি দেয়ালের কাছে রাখলে এর কম্প্রেসারে বাতাস প্রবাহিত হবে না। এছাড়াও, এটি দ্রুত উত্তপ্ত হতে পারে। এ অবস্থায় মোটরটিতে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: ফ্রিজের দরজা খোলা রাখলে কি ঘর ঠান্ডা হবে?
আপনার ফ্রিজ যদি পুরানো মডেলের হয় তাহলে তাতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হতে পারে। এই গ্যাসগুলো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফুটো হওয়ার ঝুঁকি রয়েছে।
ফ্রিজ দেয়াল থেকে কত দূরে স্থাপন করা উচিত?
রেফ্রিজারেটর দেয়ালের কাছে রাখতে ভুল করা উচিত নয়। আপনি যদি একটি ফ্রিজ রাখেন তবে কমপক্ষে ৪-৬ ইঞ্চি জায়গা থাকতে হবে। যদি আপনার কম্প্রেসার থেকে খুব জোরে আওয়াজ আসে বা একেবারেই কোন আওয়াজ না আসে, তাহলে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার।
এজেড