images

তথ্য-প্রযুক্তি

১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ মে ২০২২, ০২:১৯ পিএম

এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৬ মে। এর আগে গত ৩০ এপ্রিল ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। ১৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। 

চন্দ্রগ্রহণ শুরু  হবে ১৬ মে সকাল সাড়ে আটটায়। শেষ হবে বেলা ১২টার দিকে। বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। 

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

 বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।

eclipseঅন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।

চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে আপনার চোখে।

এজেড