তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম
আজ ৮ এপ্রিল সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এটি একটি বিরল সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। সূর্য, চাঁদ ও পৃথিবী এমন ভাবে যদি এক সরলরেখায় চলে আসে,যাতে চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে
সূর্যগ্রহণ দেখার জন্য অনেকেই অধীর হয়ে অপেক্ষা করেন। কিন্তু সূর্যগ্রহণ দেখার সময় কিছু ভুলও করে বসেন।

সূযগ্রহণের সময় যেসব ভুল করেন অনেকেই
১. সূর্যগ্রহণের সময় সবার প্রথমে যে ভুলটি মানুষ করে তা হলো, খালি চোখে সূর্যের দিকে তাকান। এটি একটি বড় ভুল এবং সমস্যাও বটে। কেননা, খালি চোখে সূর্য দেখলে চোখের ক্ষতি হয়।
২. গ্রহণের সময় অনেকেই সূর্যের ছবি ক্যামেরায় বন্দি করে রাখতে চান। কিন্তু এটি একটি মারাত্মক ভুল। এতে স্মার্টফোনের লেন্সের বড় ক্ষতি হতে পারে। সূর্যগ্রণের ছবি তোলার জন্য ফোন ও ডিএসএলআর ক্যামেরার জন্য বিশেষ এক ধরনের লেন্স পাওয়া যায়। এসব লেন্স দিয়েই গ্রহণের ছবি তোলা উচিত।

প্রাচীনকালে মানুষ যেভাবে সূর্য গ্রহণ দেখত
প্রাচীনকালে মানুষ কাসার পাত্র পানিতে পরিপূর্ণ করতেন। এরপর সেই পাত্রটি রোদে রাখতেন। সূর্যগ্রহণের সময় পাত্রের পানিতে সূর্যের ছায়া দেখে গ্রহণ প্রত্যক্ষ করতেন।
সূর্যগ্রহণ দেখার জন্য যাদের বিশেষ চশমা নেই তারা কীভাবে দেখে? সূর্যগ্রহণ দেখার জন্য এখন বিশেষ চশমা পাওয়া যায়। এই চশমা পরে সূর্য গ্রহণ দেখেন সচেতন মানুষ। যাদের এই চশমা নেই তারা পুরনো এক্স-রের প্লেট সূর্যের সামনে মেলে ধরে গ্রহণ দেখতে পারেন। এতে চোখের সমস্যা হবে না।

সূর্যগ্রহণের বাংলাদেশ সময়
৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। যদিও লাইভ স্ট্রাইমিংয়ের সময়সূচি আলাদা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণের সময় আমেরিকা, কানাডা এবং মেক্সিকো শহরে দিন হয়ে যাবে রাতের মতো। এমন বিরল ঘটনা খুবই কম আসে। তাই সেটি উপভোগ করা উচিত সকলের। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রতি ১৮ মাসে বা তারও বেশি সময়ে একবার হয়।
এজেড