images

তথ্য-প্রযুক্তি

ফোনে তোলা পুরনো ছবি কবে-কোথায় তুলেছিলেন ভুলে গেছেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম

ফোনে থাকা ‍পুরনো ছবি কবে তুলেছিলেন মনে নেই। এমনকি গ্যালারিতে থাকা ছবিটি কোথায় তুলেছিলেন তাও ভুলে গেছেন? আপনাকে এসব তথ্য জানিয়ে দেবে গুগল ফটোজ। 

গুগল ফটোজে গিয়ে ছবি দেখলে তার সঙ্গেই দেখতে পাবেন ম্যাপ টাইমলাইন। অর্থাৎ আপনি কোথায় ছবিটি তুলেছেন, তা আপনাকে দেখিয়ে দেবে ফটোজ।

ctf

প্রথমে আপনাকে গুগল ফটোজের সার্চ ট্যাবে যেতে হবে। সেখানেই একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এর সাহায্যে ক্যামেরা লোকেশনে জিপিএস জানা যাবে। অর্থাৎ ছবিটি কখন কোথায় তোলা হয়েছে সেই তথ্য জানতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস  অন রাখতে হবে। এর পাশাপাশি ছবি তুলে গুগল ফটোজের সেভ করতে হবে। এর পরেই ক্যামেরার লোকেশন জিপিএস ট্র্যাক করা সম্ভব হবে এবং ছবির তোলার নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে পারবেন আপনি। ফলে যখনই আপনি গুগল ফটোজের ছবিটা খুলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গার নাম দেখিয়ে দেবে।

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ফিচার কারা কারা পাবে? আপনি অ্যানড্রয়েড ব্যবহারকারী হোন বা আইওএস, সবেতেই আপনি এই ফিচার পাবেন। ইউজাররা গুগল ফটোজ অ্যাপের লেটেস্ট ভারসান ব্যবহার করলেই এই নতুন ফিচারের সুবিধা পাবেন। এর ফলে গুগল ফটোচের মেমোরিতে আসা ছবির স্লাইড শো-র ক্ষেত্রেও আপনি কোথায় গিয়ে ছবি তুলেছিলেন সেটাও জানতে পারবেন।

এজেড