তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ এএম
সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল জেমিনি চালু করেছে। শুরুতে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছিল। এবার অন্যান্য দেশেও চালু হলো জেমিনি। ইংরেজির পাশাপাশি এখন থেকে বহু ভাষায় ব্যবহার করা যাবে গুগলের এই এআই। এজন্য জেমিনির অ্যাপ চালু হতে যাচ্ছে। নতুন এআই ফিচারের ফাংশনে অবাক করবে আপনাকেও।
গুগল জেমিনি এআই
গুগল বার্ড নামে এসেছিল সার্চ ইঞ্জিনের অত্যাধুনিক এআই চ্যাটবট। যা এদিন নাম বদল করে অ্যাডভান্স জেমিনি রেখেছে কোম্পানি। আগের থেকে বাড়ানো হয়েছে ফাংশন। কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ-সুবিধা থেকে আপনার দূরত্ব এখন শুধু একটি ক্লিকের। ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ দিচ্ছে জেমিনি।
ধাপে ধাপে প্রযুক্তির দুনিয়ায় সরগড় হতে চাইছেন অনেকেই। বিশেষ করে এআই নিয়ে দক্ষতা অর্জনের লড়াইয়ে নেমেছেন বহু মানুষ। এক্ষেত্রে মানুষের সাহায্য করতে পারে গুগল অ্যাডভান্স জেমিনি। সার্চ ইঞ্জিন জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনে শিগগিরই পাওয়া যাবে পরিষেবা।
আরও পড়ুন: আপনি কি সাইবার বুলিংয়ের শিকার? জানুন ইউনিসেফের পরামর্শ
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে লঞ্চ হয় জেমিনি অ্যাডভান্স। এবার সেটি আমেরিকার বাইরে রোল আউট করার শুরু করল কোম্পানি। ইংরেজি ভাষায় অ্যাপের সব ভাষা থাকলেও সেটি এবার একাধিক ভাষায় ব্যবহার করা যাবে।
গুগল জানিয়েছে, জেমিনি ওয়েব ভার্সন ইতিমধ্যে ২৩০টির বেশি অঞ্চলে উপলব্ধ এবং ৪০টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে। তাতে আরও সংখ্যা যোগ করার কাজে রয়েছে গুগল। কোম্পানির সিনিয়র ডিরেক্টর জ্যাক ক্রজিক জানিয়েছেন, জাপানি এবং কোরিয়ান ভাষায় উপলব্ধ জেমিনি।

ইতিমধ্যে এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা এবং উত্তর আমেরিকায় রোল আউট হয়ে গিয়েছে জেমিনি অ্যাপ। আগামীদিনে এশিয়ার একাধিক দেশে চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।
যদিও কোন কোন দেশে চালু হবে তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক জ্যাক ক্রজিক। এখন প্রশ্ন হল এটি কী ভাবে ব্যবহার করতে হবে? গুগল জানিয়েছে, পদ্ধতি অত্যন্ত সহজ।
কীভাবে জেমিনি ব্যবহার করবেন অ্যানড্রয়েড ফোনে?
গুগল প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপ যে ভাবে ডাউনলোড করেন সেই ভাবেই ডাউনলোড করতে হবে জেমিনি। গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যও নিতে পারেন। তবে কী কী ফাংশন থাকবে তা এখনও স্পষ্ট নয়।

আইফোনে কীভাবে ব্যবহার করবেন জেমিনি অ্যাপ?
আইফোন ইউজারদের গুগল অ্যাপ আপডেট করতে হবে। তাহলেই গুগল অ্যাপের উপরে একটি টগল অপশন থাকবে যেখানে জেমিনি ব্যবহার করতে পারবেন। এটি ইতিমধ্যে ব্যবহার করতে পারবেন তারা যাদের অপারেটিং সিস্টেমের ভাষা ইংরেজি রয়েছে।
দৈনন্দিন কাজ থেকে কোডিং, প্রোগ্রামিং, এডিটিং-সহ একাধিক জটিল ফাংশন সহজ ভাবে কিরে দেবে জেমিনি, এমনটাই দাবি গুগলের। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল অ্যাসিস্ট্যান্টকে গুগল জেমিনি দিয়ে প্রতিস্থাপনও করতে পারেন। আগামীদিনে জেমিনি অ্যাপে আর কী কী আপডেট যোগ হয় সেটাই এখন দেখার।
এজেড