তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম
স্মার্টফোন হ্যাকিংয়ের ঘটনা অহরহ ঘটছে। হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে ফোনের মূল্যবান ডাটা, ব্যাংকের অর্থ। ফোন হ্যাক হলে আপনার ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ভিডিও, ফটো সবকিছুইর দখল অন্যদের হাতে চলে যায়। কিন্তু কেন এমন হয়? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই এ সম্পর্কে জানেন না। ফলে প্রতিদিন এমন কিছু ভুল করে বসে, যাতে খুব সহজেই আপনার ফোন হ্যাক করে ফেলতে পারে হ্যাকাররা।
আরও পড়ুন: এই সিস্টেম চালু করলে ফোন হ্যাক হলে অ্যালার্ট বাজবে
১. দুর্বল পাসওয়ার্ড
দুর্বল বা সহজেই অনুমান করা যায়, এমন পাসওয়ার্ড ব্যবহার করা (যেমন জন্ম তারিখ, নাম, 123456) উচিত নয়। একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
২. অচেনা লিংক
প্রতারণামূলক ইমেইল, বার্তা বা লিঙ্কগুলোতে ক্লিক করা যা ব্যাংক, সরকারি সংস্থা বা অন্যান্য বিশ্বস্ত প্রতিষ্ঠানের বলে দাবি করে। এই লিংকগুলোতে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং বিবরণ ভুলেও লিখবেন না।
৩. অজানা উৎসের অ্যাপস
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এই অ্যাপসগুলো থেকেই বেশিরভাগ হ্যাকিং ঘটে। ফলে সেই অ্যাপ ব্যবহার করেই হ্যাকাররা ক্যামেরা, মাইক্রোফোন বা এসএমএস অ্যাক্সেস করে।

৪. পাবলিক ওয়াইফাই
অনিরাপদ বা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে নিজের ফোনটিকে কানেক্ট করবেন না। এতে এমন কিছু ভাইরাস থাকে, যা আপনার ফোনটিকে দুর্বল করে দেয়। ফলে খুব সহজেই হ্যাক করে ফেলতে পারে হ্যাকাররা।
৫. সময় মতো আপডেট করা
অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট না করা। অনেকেই আপডেটের নোটিফিকেশন দেখেও ফোনটিকে আপডেট করেন না। ফলে ফোনটি হ্যাক করা হ্যাকারদের কাছে খুব সহজ হয়ে যায়। আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যাপস নিয়মিত আপডেট করুন। এতে অনেক সিকিওরিটি আপডেট থাকে, যা আপনি ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনটিকে নিরাপদ রাখে।
৬. অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন
আপনি অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারেন। যদি আপনার কোনও সন্দেহ থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এজেড