images

তথ্য-প্রযুক্তি

গিজারের দিন শেষ! এই বালতিতেই গরম হবে পানি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

এই শীতে পানি গরম করার জন্য অনেকেই বাসা-বাড়িতে গিজার বসান। এর দাম অত্যাধিক। বিদ্যুৎ খরচও অনেক। গিজার ছাড়াও অনেকে পানি গরম করতে ওয়াটার হিটার রড ব্যবহার করেন। যা ঝুঁকিপূর্ণ। এসব কিছু ছেড়ে আপনি একটা গিজার বালতি কিনে নিতে পারেন।

আরও পড়ুন: এসি থেকেও কি গরম বাতাস পাওয়া সম্ভব?

ভাবছেন এটা আবার কী জিনিস? আপনি অ্যামাজন থেকে আবিরমি ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার (Abirami Instant Bucket Water Heater) কিনতে পারেন। এই ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটারটি ব্যাচেলরদের জন্য বেশ উপযুক্ত। 

heater3

এতে বিল্ট ইন ওয়াটার হিটার সিস্টেম রয়েছে। এই বালতিতে বারবার হিটার বসানোর প্রয়োজন নেই। বালতিতে পানি দিলেই গরম হবে নিজে থেকে। যেহেতু এটিতে একটি বিল্ট ইন ওয়াটার হিটার রয়েছে, তাই পানি সরাসরি গরম করে নিতে পারবেন। এমনকি এই গিজার বালতিটি নিরাপত্তার দিক থেকেও খুব ভালো। কোনো রকম বৈদ্যুতিক শক লাগার আশঙ্কা নেই।

এই বালতিতে আপনি ২০ লিটার পানি একসঙ্গে গরম করে নিতে পারবেন। বালতি থেকে সহজে পানি বের করার জন্য একটি ট্যাপও দেওয়া হয়েছে। এই মুহূর্তে এটি অ্যামাজন থেকে কিনতে ২০০০ টাকার মতো খরচ হবে। তাই আর দেরি না করে কিনে আনুন এই বালতি। এতে সহজেই পানি গরম হয়ে যায়। এমনকি খরচও খুব একটা বেশি নয়। 

এজেড