তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
এই প্রথম টাইপ সি পোর্ট সম্বলিত ফিচার ফোন বাজারে এলো। এই ফোন এনেছে আইটেল। মডেল আইটেল পাওয়ার ৪৫০।
এই ডিভাইসটি আপনি টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনটি ঠিক যে চার্জার দিয়ে চার্জ করেন, তা দিয়েই ছোট্ট ফোনটিকেও চার্জ করে ফেলতে পারবেন।
আরও পড়ুন: ফোন পুরনো হলে এই ৫টি কাজ অবশ্যই করুন
আইটেলের নতুন এই ফোনে ফাস্ট চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য স্মার্টফোনের টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

আইটেল কোম্পানির এই লেটেস্ট ফিচার ফোনটির দাম রেখেছে ১৫০০ টাকা। এই ডিভাইসটি তিনটি কালার অপশনে কেনা যাবে। আপনি চাইলে ডিপ ব্লু, গাঢ় ধূসর বা হালকা সবুজ রঙে এই ফোনটি কিনতে পারবেন।
এই ফিচার ফোনটিতে একটি ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে রয়েছে। ভালো স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই ডিভাইসটিতে মিডিয়াটেক এমটিকে৬২৬১ডি মডেলের প্রসেসর দেওয়া হয়েছে। এতে ৩২ জিবি স্টোরেজ পাবেন।

এই ফোনটিতে ২৫০০ এমএএইচ-এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, এই ফোনটি ১৫ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ২০ ঘন্টার টকটাইম অফার করে।
এই হ্যান্ডসেটে রয়েছে ওয়্যারলেস এফএম, ভয়েস স্পিচ টু টেক্সট অ্যাপ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং পেছনের ডিজিটাল ক্যামেরা। এই ফোন বাংলা, ইংরেজিসহ আরও সাতটি ভাষায় ব্যবহার করা যাবে।
এজেড