images

তথ্য-প্রযুক্তি

গুগল ক্রোম বাংলায় ব্যবহারের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পিএম

গুগলের যতগুলো সার্চ ইঞ্জিন ও ব্রাউজার আছে তার মধ্যে জনপ্রিয় ক্রোম। এতে ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি চাইলে গুগল ক্রোম বাংলায়ও ব্যবহার করতে পারেন। কম্পিউটার, স্মার্টফোনসহ অন্যান্য সব ডিভাইসেই গুগল ক্রোমে আপনার আঞ্চলিক ভাষা আপনি ব্যবহার করতে পারেন। কম্পিউটার, অ্যানড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ডিফল্ট ক্রোম ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার আঞ্চলিক ভাষা কীভাবে সেট করবেন, সেই পদ্ধতি জেনে নিন।

goel

উইন্ডোজ কম্পিউটারে গুগল ক্রোম বাংলা ভাষা সেট করার উপায়

১. প্রথমে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম খুলুন।

২. থ্রি ডটস অপশনে ক্লিক করে চলে যান সেটিংসে।

৩. বা-দিকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করুন।

৪. প্রেফার্ড বা পছন্দের ভাষার অপশন থেকে ‘More’ বাটনে ক্লিক করুন।

৫. যদি বাংলা ভাষা দেখতে না পান, তাহলে ‘Add Languages’ অপশনে ক্লিক করুন।

৬. সেখান থেকে ডিসপ্লে গুগল ক্রোম অপশনে ক্লিক করুন।

৭. এই অপশনটি কেবলই উইন্ডোজ কম্পিউটারে দেখতে পাবেন।

৮. ক্রোম রিস্টার্ট করুন, তাহলেই দেখবেন পরিবর্তনগুলো হয়েছে।

googlre

অ্যানড্রয়েড স্মার্টফোনে গুগলের ক্রোমের ভাষা বাংলা করবেন কীভাবে

১. আপনার অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ক্রোম খুলুন।

২. অ্যাড্রেস বারের ডান দিকে থ্রি ডটস অপশন দেখতে পাবেন। সেখান থেকে সেটিংস অপশন ও পরবর্তীতে ল্যাঙ্গুয়েজেস-এ চলে যান।

৩. ক্রোম ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আপনার এই মুহূর্তের ভাষাটি বেছে নিন।

৪. তালিকা থেকে দেখে নিন বাংলা ভাষা, সেটি সিলেক্ট করুন। যদি না থাকে, তাহলে ডাউনলোড করে নিন।

৫. ডাউনলোড হয়ে গেলেই ‘ল্যাঙ্গুয়েজ রেডি’ অপশন থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। ব্যস, এবার আপনি ক্রোম থেকে বাংলায় সব কাজ করতে পারবেন।

এজেড