images

তথ্য-প্রযুক্তি

স্মার্ট জীবনে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ডাকসেবা অপরিহার্য: পলক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তিত  স্মার্ট জীবনযাত্রার জন‌্য  নিরবচ্ছিন্ন ইন্টারনেটসহ টেলিযোগাযোগ  ও উন্নত ডাকসেবা অপরিহার্য। গত পনের বছরে জলে, স্থলে - অন্তরীক্ষে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায়  শক্তিশালী  টেলিযোগাযোগ অবকাঠামো তৈরি হয়েছে। ২০০০ এর বেশি সেবা ডিজিটাইজ হয়েছে। অফিস ও অফিস ব‌্যবস্থাপনা ডিজিটাইজ হওয়ায় প্রত‌্যন্ত অঞ্চলে বসেও মানুষ কাজ করতে পারছেন। 

আরও পড়ুন: বাংলালিংক ‘ইনোভেটর্স ৭.০’ বিজয়ী হলেন যারা

প্রতিমন্ত্রী মানুষের জীবনধারা সচল রাখতে প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতে নিরবচ্ছিন্ন  ডাক ও টেলিযোগাযোগ সেবা  নিশ্চিত করতে দেশ প্রেমের মহানব্রত নিয়ে সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন‌্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে  এ নির্দেশ প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম‌্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শাহজাহান মাহমুদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং অথরিটির চেয়ারম‌্যান ড. মোহাম্মদ মহিউদ্দিন, বিটিসিএল-এর ব‌্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম,  টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান, বাংলাদেশ ক‌্যাবল শিল্প লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র মন্ডল এবং টেশিস-এর ব‌্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেনসহ  বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবল লিমিটেডের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকান্ড এ সময় তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মো. তৈয়বুর রহমান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাক ও টেলিযোগাযোগ  খাতের গুরুত্ব ‍তুলে ধরে বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন ও ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ, ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন ও কারিগরি শিক্ষা প্রসারে গৃহীত কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিযোগাযোগ প্রযুক্তি বিকাশে  বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন।

পলক বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের বঙ্গবন্ধু বপন করা বীজ অঙ্কুরিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরে তা চারা গাছে পরিণত হয়। ২০০৮ সালে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে  গত  ১৫ বছরের বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে থেকে যে মানুষটি কাজ করে গেছেন তিনি হলেন ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ অ্যাওয়ার্ড বিজয়ী সজীব ওয়াজেদ জয়। 

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ২০০৯ সালে দায়িত্বভার গ্রহণকালে বাংলাদেশের টেলিডেনসিটি ছিল ৩০ শতাংশ। বর্তমানে   (আগস্ট -২০২৩ পর্যন্ত) এই হার শতকরা ১০৯ ভাগে  উন্নীত হয়েছে। ২০০৮ সালে যেখানে মোবাইল গ্রাহক ছিল ০৪ কোটি ৪৬ লাখ, বর্তমানে (আগস্ট -২০২৩ পর্যন্ত)   তা ১৮ কোটি ৮৬ লাখ অতিক্রম করেছে। এই সময়ে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল মাত্র ৪০ লক্ষ, বর্তমানে (আগস্ট -২০২৩ পর্যন্ত) এ সংখ্যা  ১৩ কোটি ১৯ লাখ। ২০০৮ সালে ব্যান্ডউইদথের ব্যবহার যেখানে ছিল ৭ দশমিক ৫ জিবিপিএস বর্তমানে তা প্রায় ৫০০০ জিবিপিএস অতিক্রম করেছে। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে স্মার্ট বাাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা।  স্মার্ট বাংলাদেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের সোপান।  

তিনি ডাক ও টেলিযোগাযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলা  দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ ‘স্মার্ট বাংলাদেশ। ২০২২ সালের ৭ এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় বৈঠকেই ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স ’করার সিদ্ধান্ত হয় বলে উল্লেখ করেন মন্ত্রী।
 
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন ডাক ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বদ্ধপরিকর।

এজেড