images

তথ্য-প্রযুক্তি

গ্যালাক্সি এ০৫: স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ এএম

images

স্যামসাংয়ে সাশ্রয়ী দামের ফোনের মডেল গ্যালাক্সি এ০৫। এই ফোনটির দাম হাতের নাগালে। ভারতের বিক্রি হচ্ছে মাত্র ৯ হাজার ৯৯৯ রুপিতে। কম দামের ফোন হলেও এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামো দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 

আরও পড়ুন: বছর শেষে এক জোড়া নতুন ফোন আনল শাওমি

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভার্সনে এই ফোন কেনা যাবে। 

স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস  ডিসপ্লে রয়েছে। যার রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল। এতে রয়েছে পিএলএস এলসিডি ডিসপ্লে।

SAM

এই হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট রয়েছে। যা ৬ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এ০৫ মডেলে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার লেন্সসহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার লেন্সসহ একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

ফোনটির স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 

এজেড