images

তথ্য-প্রযুক্তি

ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ এএম

গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিও চাইলে ডাউনলোড করা যায়। তবে সহজ এই কাজটি করা যায় না। কিছু কিছু ভিডিও আছে যা ইউটিউব ডাউনলোড করতে দেয় না। চাইলে এসব ভিডিও আপনি কৌশল খাটিয়ে ডাউনলোড করতে পারবেন। জানুন ইউটিউব ভিডিও ডাউনলোড করার সময় উপায়।   

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপসগুলোর মধ্যে একটি হল ইউটিউব। দিনের অবসর সময়টা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে কাটান। আবার বহু মানুষ বিভিন্ন ভিডিও, গানের ভিডিও ডাউনলোড রাখতে পছন্দ করেন। এতে যখন ইন্টারনেট কাজ করবে না, তখন দেখা যায়। কম ডেটা স্পিডের কারণে, আপনি ভিডিওটি সঠিকভাবে স্ট্রিম করতে পারবেন না। এর জন্য, ইউটিউব অ্যাপেই ভিডিও সেভ করে রাখা যায়।

tube

আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজে এইচডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমনটা কীভাবে সম্ভব? চলুন সেই উপায় জেনে নেওয়া যাক।

অ্যাপে ডাউনলোড করতে পারেন

আপনি যদি ভিডিওটি অফলাইনে দেখতে চান, তবে এটি অ্যাপে ডাউনলোড করতে পারেন। এর জন্য, আপনি যখন ইউটিউব অ্যাপে যেকোনো ভিডিও খুলবেন, আপনি তার ঠিক নিচে ডাউনলোড অপশন বিকল্পটি দেখতে পাবেন। আপনাকে শুধু সেই ডাউনলোড বোতামে ট্যাপ করতে হবে এবং ডাউনলোড শুরু হবে।

youtube

ডাউনলোড করা ভিডিওটি কোথায় পাবেন?

যা কিছুই আপনি ডাউনলোড করুন না কেন, ইউটিউবের লাইব্রেরি বিভাগে দেখতে পারেন। তারপরে আপনাকে নিচের আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবা। এখানে গিয়ে ডাউনলোড অপশন আসবে। এতে ট্যাপ করে আপনি সেভ করা ভিডিও দেখতে পারবেন। এই পদ্ধতিটি তাদের জন্য, যারা তাদের ফোনের স্টোরেজে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান। এর জন্য প্রথমে আপনাকে ইউটিউব ভিডিওটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান। তারপর ইউটিউবের ইউআরএলে আপনাকে ss লিখতে হবে। এরপর en.savefrom.net ওয়েবসাইট খুলবে। এর পরে রেজোলিউশন সিলেক্ট করুন এবং ডাউনলোডে ক্লিক করুন।

এরপর কী করবেন?

উপরের দুইটি পদ্ধতি ছাড়াও, আপনি যখন গুগলে সার্চ করবেন, তখন আরও অনেক পদ্ধতি পাবেন, যার মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। অনেক ওয়েবসাইট যেমন ফ্রি ইউটিউব ডাউনলোড, যেকোন ভিডিও কনভার্টার ফ্রি এবং ফোরকে ভিডিও ডাউনলোডার ইত্যাদি। তবে বর্তমানে জাল ওয়েবসাইট বা অ্যাপের সংখ্য বেড়েই চলেছে। ফলে ভালোভাবে দেখে নিয়ে আপনি যেকোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করবেন।

এজেড