তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ এএম
আইফোন ১৫ সিরিজ বাজারে আসতে না আসতেই হ্যান্ডসেটটি নিয়ে ব্যবহারকারীরা বিস্তর অভিযোগ করছেন। বেশিরভাগেরই অভিযোগ সামান্য সময়ের ব্যবহারেরই গরম হয় ফোনটি। এছাড়াও ফোনের ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়া এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করারও অভিযোগ আছে।
টুইটার তথা এক্স প্ল্যাটফর্মে একজন আইফোন ১৫ প্রো মডেল ব্যবহারকারী এই ফোনের ডিসপ্লের মিসঅ্যালাইনমেন্ট নিয়ে অভিযোগ করেছেন। একাধিক ছবি পোস্ট করে তিনি দেখিয়েছেন, ক্যামেরার লেন্সে কীরকম ময়লা জমেছে, ফোনের পেছনে কীভাবে স্ক্র্যাচ দেখা দিচ্ছে এবং বুদবুদ ও রঙচটা স্কোয়্যার সব ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক লক্ষণ।
অ্যাপল সম্প্রতি আইফোন ১৫ সিরিজে চারটি মডেলের ফোন এনেছে। এগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
এই ফোনগুলো গ্রাহকদের হাতে পৌঁছতেই তারা নানা অভিযোগ জানাচ্ছেন।
টুইটার বা এক্স পোস্টের মাধ্যমে আইফোন ১৫ প্রো মডেল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে।
কেউ বলছেন, এই ফোনগুলোতে স্ক্র্যাচ এবং বাম্প দেখা দিচ্ছে সামান্য কোথাও থেকে পড়ে গেলে। কেউ আবার কেউ বলছেন, ক্যামেরা লেন্সের খুব অল্প সময়েই ধুলা-বালি জমছে।
ঠিক কী কী সমস্যার কথা বলা হচ্ছে?
এক্স প্ল্যাটফর্মে একজন আইফোন ১৫ প্রো মডেলগুলোর ডিসপ্লের মিসঅ্যালাইনমেন্ট নিয়ে অভিযোগ করেছেন। একাধিক ছবি পোস্ট করে তিনি দেখিয়েছেন, ক্যামেরার লেন্সে কীরকম নোংরা জমেছে, ফোনের পিছনে কীভাবে স্ক্র্যাচ দেখা দিচ্ছে এবং বুদবুদ ও রঙচটা স্কোয়্যার সব ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক লক্ষণ।
এর পাশাপাশি কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, মাত্র কয়েক মিনিট ব্যবহার করলেই আইফোন ১৫ প্রো মডেল অত্যাধিক গরম হয়ে যাচ্ছে। শুধু তাই নয়। কিছু ব্যবহারকারী আবার অভিযোগ করেছেন যে, আইফোন ১৫ প্রো মডেলের পার্শ্বে আঙুলের ছাপের চিহ্ন দেখা যাচ্ছে।
অ্যাপল ট্রাক কয়েক দিন আগেই আইফোন ১৫ প্রো’র ডিউরেবিলিটি টেস্ট করে দেখেছে। তার একটি ভিডিও এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। সেই ডিউরেবিলিটি টেস্টে বলা হয়েছে, নতুন ফোনের কার্ভড এজগুলো পুরনো আইফোনগুলোর থেকে অনেকটাই বেশি ভঙ্গুর।
এদিকে জেরি রিগ এভিরিথিং নামের এক কনটেন্ট ক্রিয়েটর আইফোন ১৫ সিরিজের ফোনগুলোর ডিউরেবিলিটি টেস্ট করেছেন। তার ভিডিওতে দেখা গিয়েছে, আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের গ্লাসে কয়েক সেকেন্ডের মধ্যেই ফাটল ধরে। গ্রেড ৫ টাইটানিয়াম বডি থাকার কারণে ফোনটি আরও শক্তিশালী হওয়ার কথা ছিল।
এজেড