images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ আনল পেমেন্ট ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

এখন থেকে কেনাকাটা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি পেমেন্ট ফিচার আনল। শুরুতে এই সুবিধা হোয়াটসঅ্যাপের বিজনেস ইউজাররা পাবেন। শিগগিরই সাধারণ ব্যবহারকারীরাও পেমেন্ট সুবিধারও আওতায় আসবেন। 

হোয়াটসঅ্যাপের নতুন পেমেন্ট ফিচারের নাম ‘ফ্লো’। যেখানে মার্চেন্ট’র পাশাপাশি ইউজাররাও একাধিক সুযোগ-সুবিধা পাবেন। জানা গিয়েছে, বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারী জন্য বেশ কিছু নতুন অপশন যোগ হতে পারে আগামী দিনে।

flow

ফ্লো ফিচারের সুবিধা কী?

এই ফিচারের অন্যতম সুবিধা হল, এবার থেকে শপিং, খাবার অর্ডার অ্যাপয়েন্টমেন্ট বুকিং সব করতে পারবেন অ্যাপে থেকেই। এর জন্য বিজনেস অ্যাকাউন্টগুলোতে নির্দিষ্ট ক্যালেন্ডার, সিট পিকার এবং অন্যান্য অপশন থাকবে।

ফ্লো ফিচারের একটি সাপোর্ট পেজ তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে অ্যাপয়েন্টমেন্ট, প্রোডাক্ট কাস্টমাইজেশন, ফর্ম ফিলিংয়ের মতো অপশনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। যা থেকে স্পষ্ট আগামী দিনে হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজাররা বেশ কিছু নতুন অপশন দেখতে চলেছেন। যার মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপে থেকেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারবেন।

ইউজারদের আর থার্ড পার্টি অ্যাপে ভিজিট করতে হবে না। কিন্তু প্রশ্ন হল ইউজাররা পেমেন্ট করবেন কী ভাবে? কোম্পানি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ পে ছাড়াও বিভিন্ন পেমেন্ট গেটওয়ে’র সঙ্গে কথা বলা হচ্ছে।

whatsapppay

ইতিমধ্যে ভারতের বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে এই ফ্লো ফিচার পরীক্ষা করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

চ্যাট, ভিডিও, ভয়েস কলের পাশাপাশি সেলেব্রিটিদের চ্যানেলস ফলো করা এবং শপিং, খাবার, টিকিট বুকিং করারও সুবিধা আনতে চলেছে এই মেসেজিং অ্যাপ। তবে এই সকল ফিচারের জন্য বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের থেকে কত টাকা চার্জ করা হবে তা এখনও জানা যায়নি।

এজেড