তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ০৮:৫৫ এএম
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে মাত্র ৪ জনের সঙ্গে কল করা যেত। এবার একসঙ্গে ৩২ জন ভয়েস কল কল করতে পারবেন। সম্প্রতি এক আপডেটে এই ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এছাড়াও আর তিনটি নতুন ফিচার এসেছে। এগুলো হলো-অ্যাডমিন ডিলিট,, মেসেজ রিঅ্যাকশন, লার্জ ফাইল শেয়ারিং। এছাড়াও কমিউনিটি ফিচার যোগ করা হয়েছে। নতুন এই ফিচার ঘোষণার ফলে এক ছাতার তলায় বিভিন্ন গ্রুপকে রাখতে পারবেন ব্যবহারকারীরা।
কোনও বিষয় নিয়ে ছোটো ছোটো চ্য়াট গ্রুপ কমিউনিটি ট্যাবের মাধ্যমে এক ছাতার তলায় আনা সম্ভব হবে। এছাড়াও সেই কমিউনিটি গ্রুপের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট মেসেজও পাঠানো সম্ভব হবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরা ওই মেসেজ পাঠাতে পারবেন।
এই ফিচারের মাধ্যমে যে কোনও স্কুল, স্থানীয় ক্লাব, এনজিওদের সঙ্গে সংযুক্ত বিভিন্ন গ্রুপগুলোকে একসঙ্গে আনা সম্ভব হবে। এবং তারা একসঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারে। যাতে কোনও গ্রুপের মধ্য়ে কমিউনিকেশন গ্যাপ না থাকে তার জন্যই এই ফিচার চালু করা হচ্ছে।
স্কুলের জন্য এই ফিচারটি অত্যন্ত কার্যকরী। কারণ কোনও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এই ফিচারের মাধ্যমে পড়ুয়াদের বাবা মায়েদের জানাতে পারবেন স্কুলের টিচাররা।
এবার থেকে যে কোনও মেসেজে রিঅ্যাকশন ফিচার যোগ করা যাবে। অর্থাৎ কোনও ব্যক্তির সঙ্গে পার্সোনালি চ্যাট হয় অথবা কোনও গ্রুপের সঙ্গে চ্যাট করা হলে যে কোনও মেসেজে রিঅ্যাকশন যোগ করা যাবে। আপাতত মোট ৫টি ইমোজি যোগ করা যাবে।
নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২জিবি পর্যন্ত সাইজের কোনও ফাইল খুব সহজেই ট্রান্সফার করা সম্ভব। কয়েকদিন আগেই এই আপডেটের বিষয়ে জানানো হয়েছিল।
এবার থেকে অ্যাডমিন চাইলে যে কোনও গ্রুপ থেকে চ্যাট ডিলিট করতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুবিধা ছিল না। কিন্তু সম্প্রতি এই সুবিধা চালু করা হচ্ছে।
এজেড