images

তথ্য-প্রযুক্তি

কম দামে ভালো ফোন আনল অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ আগস্ট ২০২৩, ০৯:২৭ এএম

সাশ্রয়ী দামের স্মার্টফোন আনল অপো। মডেল অপো এ৭৮। এই ফোনটিতে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সঙ্গে ২ মেগাপিক্সেলের আরেকটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে।

oppoফোনটিতে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। 

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে ফোনটি কেনা যাবে। যার দাম ভারতে ১৭ হাজার ৯৯৯ রুপি। আপনি এই নতুন ফোনটি সবুজ এবং কালো রঙে কিনতে পারবেন।

oppoঅপো দাবি করছে মাত্র ৩০ মিনিটে ফোনটি ৭৩ শতাংশ চার্জ হবে। এই ফোনে ৫জি কানেক্টিভিটি পাওয়া যাবে। 

এজেড