images

তথ্য-প্রযুক্তি

ফোনে একটি নাকি দুইটি সিম ব্যবহার করা ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ জুলাই ২০২৩, ১২:১১ পিএম

এখনকার বেশিরভাগ স্মার্টফোন ও ফিচার ফোনে ডুয়েল সিম স্লট থাকে। কিছু কিছু ফোন ই-সিম সাপোর্ট করে। এমনকি মোবাইল ফোন নেটওয়ার্ক পরিষেবাদাতা প্রতিষ্ঠানও ই-সিম বিক্রি করছে। অনেকেরই জানা নেই ফোনে একটি সিম নাকি দুইটি সিম ব্যবহার করা ভালো।

simফোনে কয়টি সিম ব্যবহার করবেন?

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেহেতু ফোনে মাল্টিসিম স্লট দিয়েছে তাই একাধিক সিম ব্যবহার করা উচিত। যদিও ব্যবহারকারীর কাছে একাধিক সিম থাকে। তবে একই কোম্পানির দুইটি সিম ব্যবহার করা উচিত নয়। দুইটি আলাদা আলাদা কোম্পানির সিম ব্যবহার করলে সবখানে নেটওয়ার্ক পাবেন। 

ধরুন আপনি ‘ক’ ও ‘খ’ কোম্পানির সিম একই ফোনে ব্যবহার করেন। কোথায় ঘুরতে দিয়ে দেখলেন ‘ক’ কোম্পানির নেটওয়ার্ক নেই, অথচ ‘খ’ কোম্পানির নেটওয়ার্ক আছে। তখন আপনি খ-এর নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় যোগাযোগের কাজটি করতে পারবেন। 

simতাই ফোনে দুইটি সিম ব্যবহারের সময় কখনোই একই কোম্পানির সিম ব্যবহার না করাই ভালো। দুইটি আলাদা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করা উচিত। 

এজেড