images

টেনিস

২৫ বছর বয়সে বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিস্ময়কর অবসর

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ ২০২২, ১০:৪৭ এএম

ফরাসি ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন জয় করা বিশ্বের এক নম্বর টেনিস তারকা অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি পেশাদার টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।  বুধবার (২৩ মার্চ) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নিজেই এই কথা জানালেন।

মাত্র ২৫ বছর বয়সে বিশ্বের এক নম্বর তারকা টেনিস খেলোয়াড়ের বিদায় মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রাম পোস্টে বার্টি বলেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত কঠিন এবং আবেগেরও বটে। টেনিস থেকে আমি বিদায় ঘোষণা করলাম। জানি না, কীভাবে এই বিষয়টি সকলের সঙ্গে ভাগ করে নেব। আমার এই যাত্রাপথে যারাই আমার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। একসঙ্গে আমরা যে ইতিহাস তৈরি করেছি, তার জন্য আমি ধন্য।’ 

কেন হঠাৎই অজি তারকা টেনিস থেকে বিদায় নিলেন সে ব্যাপারে স্পষ্ট করে জানাননি তিনি। আগামীকাল প্রেস কনফারেন্সে বাকিটা ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন। 

টেনিস জগতে এক কথায় স্বপ্নের মতো উত্থান অ্যাশলে বার্টির। ২০১৯ ছিল বার্টির ক্যারিয়ারের সেরা সময়। ওই বছরেই ফরাসি ওপেনে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন। তারপর সে বছরই বিভিন্ন প্রতিযোগিতায় জিতে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা হন। 

 
 
 
 
 

কোভিডের কারণে ২০২০ সালটা তেমন ভালো না কাটলেও ২০২১-এ আবারও পুরনো ছন্দে দেখা যায় তাকে। গত বছর জিতে নেন উইম্বলডন। ২০২২ সালে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এমন তারকা টেনিস খেলোয়াড়ের আকস্মিক বিদায়ে হতভম্ব টেনিসপ্রেমীরা।

বার্টির জীবন অনেকটা নাটকীয়তায় ভরপুর। ছোটবেলা থেকে টেনিস খেললেও একসময় হঠাৎই ক্রিকেট খেলতে শুরু করেন। অবাক করা বিষয় হলো কোন প্রকার পেশাদারী প্রশিক্ষণ ছাড়াই ক্রিকেটেও তিনি যথেষ্ট সফলতা পান। এর এক বছর পর টেনিস কোর্টে ফিরে আসেন। 

এসও