images

টেনিস

ইউএস ওপেন শিরোপা জিতলেন সিওনতেক

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ এএম

অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টির অবসরের পর যেন নারী টেনিসের রাণী বনে গেছেন পোলিশ টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পর যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ইউএস ওপেনের নারী এককের ফাইনালটা অনেক একতরফাই হয়ে গেল। তিউনিসিয়ার তারকা ওন্স জাবেউরকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন ইগা সিওনতেক। 

ফ্রেঞ্চ ওপেনের পর এ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। এটি সিওনতেকের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিউনিশিয়ার জাবেউরকে ৬-২, ৭-৬(৭-৫) গেমে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন পোলিশ তারকা। 

সেমিফাইনালে ইতিহাস গড়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন জাবেউর। আফ্রিকার প্রথম নারী হিসেবে উঠেছেন ইউএস ওপেনের ফাইনালে। প্রায় এক ঘণ্টার একপেশে লড়াইয়ে গার্সিয়াকে সহজেই হারিয়ে ফাইনালে ওঠেন তিউনিসিয়ার এই তারকা। এর আগে গত জুলাইয়ে আফ্রিকা মহাদেশের প্রথম নারী হিসেবে উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন তিনি। 

জাবেউর ১৩টি ম্যাচ ধরে অপরাজিত ছিলেন সিওনতেকের কাছে এসে সেই জয়রথ থামল ইউএস ওপেনের ফাইনালে। ২০১৪ সালের সেরেনা উইলিয়ামসের ইউএস ওপেন শিরোপা জয়ের পর এবারই কোন শীর্ষ বাছাই এ শিরোপা জিতল। অপ্রতিরোধ্য পোলিশ তারকার শিরোপা জয়ের মাঝে কে বাঁধা হতে পারবে অদূর ভবিষ্যতে তাই এখন বিশেষজ্ঞদের প্রশ্ন। 

এমএএম