images

টেনিস

নয়া তারকার হাতে উঠবে ইউএস ওপেন শিরোপা

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২২, ০১:১১ পিএম

ইউএস ওপেনের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন তরুণ কার্লোস আলকারাজ। আজ সেমিফাইনালে দীর্ঘ ৪ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ফ্রান্সেস তিয়াফোকে ৩-২ সেট ব্যবধানে হারিয়েছেন ১৯ বছর বয়সী আলকারাজ। এ জয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে চলে গেছেন এ স্প্যানিশ তরুণ। 

তরুণ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের শিরোপা জয় ও এটিপি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর তারকা হওয়ার হাতছানি এখন আলকারাজের সামনে। রাফায়েল নাদালকে টুর্নামেন্ট থেকে বিদায় করে সবাইকে চমকে দিয়েছেন আমেরিকার তারকা ফ্রান্সেস তিয়াফো। কিন্তু শেষ চারের লড়াইয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকার কাছে ৬-৭ (৬/৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫/৭) গেমে হেরেছেন তিয়াফো। 

অপরদিকে আরেক সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে ৩-১ সেট ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন নরওয়ের তারকা ক্যাসপার রুদ।  ৭-৬ (৭/৫), ৬-২, ৫-৭, ৬-২ গেমে ম্যাচটি জিতে নরওয়ের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠার রেকর্ড গড়লেন তিনি। গত জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়ার পর এ বছর নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন রুদ। 

১৯৯০ সালে পিট সাম্প্রাসের এ প্রথম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোন টেনিস খেলোয়াড়। আলকারাজের সামনে রেকর্ড গড়ে শিরোপা জয়ের হাতছানি রয়েছে। নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে শিরোপা জিতবেন কিনা এ স্প্যানিশ তরুণ তা জানা যাবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায়। 

এমএএম