images

টেনিস

ক্যারিয়ারের শেষ উইম্বলডন ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০২২, ০১:১৪ পিএম

কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এ বছর তার ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলছেন। ফরাসি ওপেনে বেশিদূর পর্যন্ত এগোতে পারেননি তিনি। উইম্বলডনে ভাল কিছু করার আশা নিয়ে এসেছিলেন। কিন্তু গ্রাস কোর্টের লড়াইয়ে প্রথম রাউন্ডে প্রথম সেট জিতেও হেরে গেলেন সানিয়া। 

উইম্বলডনে নারীদের ডাবলসের প্রথম রাউন্ডের লড়াইয়ে সানিয়া ও তাঁর চেক প্রজাতন্ত্রের পার্টনার লুসি রাডেকা মুখোমুখি হয়েছিলেন  ম্যাগডালিনা ফ্রেচ ও বিট্রিজ হাডাড মাইয়া জুটির। 

ম্যাচের শুরুতে নিজেদের সেরাটা দিয়েছেন সানিয়া ও রাডেকা। প্রথম সেট ৬-৪ গেমে জিতে দারুণ শুরু করেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ফ্রেচ ও মাইয়া জুটি। দ্বিতীয় সেটে ৪-৬ গেমে জিতে ম্যাচে সমতা আনেন পোলিশ ও ব্রাজিলিয়ান এই জুটি। 

শেষ সেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করে মাইয়া ও ফ্রেচ। ৬-২ গেমে সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে তারা। আর তাতেই এবারের উইম্বলডনের ডাবলসে শেষ হয়ে যায় সানিয়ার মিশন। 

অবশ্য একেবারেই উইম্বলডন থেকে বিদায় হয় নি ২০১৫ উইম্বলডন শিরোপা জয়ী সানিয়ার। মিক্সড ডাবলসে এই ভারতীয় কিংবদন্তি ম্যাট পেভিচের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামবেন আগামীকাল। 

এমএএম