images

অন্যান্য

নিষেধাজ্ঞার পর আর্চারিতে ফিরছেন রোমান 

স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম

আর্চারিতে  বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন আর্চার রোমান সানা। বাংলাদেশের অন্যতম সেরা এই অ্যাথলেট লাল-সবুজদের জন্য একাধিক সফলতা বয়ে এনেছেন। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন তিনি। গতবছর শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ হয়েছিলেন দেশসেরা অলিম্পিয়ান আর্চার। অবশেষে শর্তসাপেক্ষে আর্চারিতে ফিরছেন রোমান।  

গতবছর অলিম্পিয়ান আর্চারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই সময় তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের খেলাধুলা থেকে নিষিদ্ধ ছিলেন। 

অবশেষে সাড়ে তিন মাস নিষেধাজ্ঞায় থাকার পর শর্তসাপেক্ষে আরচ্যারিতে ফেরার সুযোগ পাচ্ছেন রোমান। আজ বাংলাদেশ আর্চারি ফেডারেশন জরুরি এক নির্বাহী সভায় রোমানের শাস্তি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।  

ফেডারেশনের সভা শেষে সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, 'রোমানের অতীত পারফরম্যান্স ও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে সভায় তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ৯ মার্চ থেকে সে অনাবাসিক অনুশীলনের সুযোগ এবং ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবে।’ 


এমএএম