স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম
আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন আর্চার রোমান সানা। বাংলাদেশের অন্যতম সেরা এই অ্যাথলেট লাল-সবুজদের জন্য একাধিক সফলতা বয়ে এনেছেন। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন তিনি। আজ (সোমবার) এই অলিম্পিয়ান আর্চারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
দুই বছরের জন্য রোমান সানাকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময় তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের খেলাধুলা থেকে নিষিদ্ধ থাকবেন।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল রোমান সানার নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি রোমানের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ রোমান বাংলাদেশের আরচ্যারি ও ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। সেই বিষয়টি বিবেচনায় রয়েছে ফেডারেশনের, ‘ফলাফলের পাশাপাশি শৃঙ্খলার বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখি। রোমান ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেয়া হয়েছে।’
টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চাররা অনুশীলন ক্যাম্প করেন। সেই ক্যাম্পে রোমান সানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছে ফেডারেশন। ভিডিওর ভিত্তিতে তাকে শোকজ করে সংস্থাটি। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেন রোমান।
রোমানের শৃঙ্খলা ভঙ্গ এবং শোকজের উত্তর নিয়ে ফেডারেশন নির্বাহী সভার প্রথম আলোচ্যসূচি ছিল। সেই দিনের সভায় উপস্থিত সদস্যবৃন্দরা সবাই শাস্তির ব্যাপারে মত দিয়েছিলেন।
এসটি/এমএএম