images

অন্যান্য

হকিতে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি: ব্যারিস্টার সুমন

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর ২০২২, ১১:৩৫ এএম

‘মরতে বসা’ হকিতে নতুন করে প্রাণ ফেরাতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট। গত ২৮ অক্টোবর (শুক্রবার) জমকালোভাবে পর্দা উঠে হকি লিগের।

গতকাল (বুধবার) রাতে রাজধানীর মাওলানা ভাসানী স্টেডিয়ামে হকির এই নতুন জাগরণের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। যিনি আইন পেশার পাশাপাশি বাংলাদেশ ফুটবলের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

হকির নতুন এই পথচলাকে স্বাগত জানাতে গিয়ে দেশে হকির অপার সম্ভাবনার কথা জানান এই ক্রীড়া সংগঠক। বর্তমানে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে ছয় নম্বর ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকার কথাও জানাতে ভোলেননি ব্যারিস্টার সুমন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, 'দেশের ক্রিকেট-ফুটবল যে পর্যায়ে আছে, চাইলে হকিকেও সেই পর্যায়ে নেওয়ার সম্ভাবনা আছে আমাদের। পৃষ্ঠপোষকতা পেলে নিঃসন্দেহে দেশের হকি একদিন অনন্য মাত্রায় পৌঁছাবে।

ছয়টি বিভাগ নিয়ে হওয়া প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি হকিতে অংশ নিয়েছে ওয়ালটন ঢাকা, সাইফ চট্টগ্রাম, মোনার্ক পদ্মা, রূপায়ন কুমিল্লা, একমি খুলনা ও মেট্রো বরিশাল। দেশের তারকা হকি খেলোয়াড় ছাড়াও আসরে অংশ নিয়েছেন বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ও। প্রতি দলই ৫ জন করে বিদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্তির সুযোগ পেয়েছে।

দেশের মাঠ পর্যায়ে হকিকে পৌঁছে দিতে ব্যারিস্টার সুমন জানান, 'চাইলেই আমরা হকিকে জেলা-উপজেলায় পৌঁছে দিতে পারি। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতা খুব জরুরি। হকির টার্ফ ব্যয়বহুল হলেও ধীরে ধীরে এর পরিধি হকিতে নতুন করে প্রাণ জোগাবে'।

এফএইচ