জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম
বাংলাদেশ এ্যামেচার ওপেন-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সাভার সেনানিবাসস্থ সাভার গলফ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ টুর্নামেন্টে বাংলাদেশসহ ০৭টি দেশের সর্বমোট ১০২ জন গলফার অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টের পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মো. সাহাব উদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারিজ হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের পারখা ইজাজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাঈদ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ‘এ’ দল এর নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্পন্সর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এমআইকে/এএস