images

ফুটবল

বড় জয়ে হেক্সা মিশনে টিকে থাকল ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক

২৮ মে ২০২৩, ১১:২৭ এএম

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ তে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এরপর যেনো দুঃস্বপ্নের মতো কাটছে সেলেসাওদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলতে নেমেও হারের দেখা পেয়েছে নেইমার-ভিনিসিয়াসরা। ফলে হারের বৃত্ত থেকে এখনও বের হতে পারেননি সেলেসাওরা। সিনিয়রদের মতো হারের ভিতরে ব্রাজিল যুবরাও। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতালির কাছে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পায় সেলেসাও যুবরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল। 

টুর্নামেন্টের নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার এস্তাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী ব্রাজিল। এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলেরই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল। যে দল জয় পাবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় যাবে। 

এমন সমীকরণের দিনে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত নাইজেরিয়া। আবেল ওগুয়েচের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। দুই দলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু সেলেসাও যুবারা ৪২ মিনিটে ডিফেন্ডার জিনের গোলে এগিয়ে যায়। 

১-০ গোলে এগিয়ে থেকে যখন ব্রাজিল বিরতিতে যাচ্ছিল ঠিক তখনই যোগ করা সময়ে আরো এক গোল করে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই মার্কিনিয়োসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। 

দ্বিতীয়ার্ধে নাইজেরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের সঙ্গে পরের রাউন্ড নিশ্চিত করেছে ইতালি। 

এমএএম