স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৩, ১০:৩২ পিএম
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে ফরাসি ক্লাবে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের কারণে দুই সপ্তাহের জন্য ক্লাব পক্ষ থেকে নিষিদ্ধ করেন তারা। এছাড়াও বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির নতুন চুক্তি রয়েছে শঙ্কা। ফলে নতুন কোন ক্লাবে যোগ দিবেন আর্জেন্টাইন মহাতারকা এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। এরেই মাঝে লা পুলগার দলবদলের বাজারে নতুন গুঞ্জন–তিনি বার্সায় ফিরছেন। যাতে বাতাস দিচ্ছেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। তার মতে, সার্জিও বুস্কেটের বিদায়ে মেসির বার্সেলোনায় ফেরার দরজা খুলছে।
স্প্যানিশ রেডিও ‘ক্যাদেনা কোপে’ কে এই সম্ভাবনার কথা বলেছেন তেবাস, ‘বুস্কেট চলে যাওয়ায় মেসির বার্সায় ফেরার পথ তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত যেতে তাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এ ব্যাপারে সবুজ-সংকেত দেওয়ার বিষয়টি শুধু আমার একার ওপর নির্ভর করে না। এটা অর্থনৈতিক নিয়ন্ত্রণের বিষয়।’
মেসিকে বার্সায় ফেরানোর পথে সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক। এ জন্য তাদের প্রায় ২০০ মিলিয়ন ইউরো প্রয়োজন। বুস্কেট বার্সা ছাড়ায় তাঁর বার্ষিক বেতনের ১৭ মিলিয়ন ইউরো বেচে যাবে, যেটা মেসিকে ফেরাতে আর্থিক প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সাহায্য করবে।
এছাড়া বিভিন্ন গণমাধ্যম জানা যায়, গ্রীষ্মের দলবদলে আরও কয়েক জনকে ছেড়ে দেবে বার্সা। সে তালিকায় রয়েছেন আনসু ফাতি, ফ্রাঙ্ক কেসি, ইনাকি পেনা। তরুণ প্রতিভা গাভির নামও শোনা যাচ্ছে। মাঠের ফর্মের কারনে চলতি মৌসুমে খুব একটা মাঠে নামার সুযোগ পাচ্ছেন না আনসু ফাতি। তরুণ এ ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। তাই বার্সার সঙ্গে সমঝোতা ব্যতীত অন্য ক্লাব তাকে দলে টানা কঠিন।
ফলে বার্সা তাকে বিক্রির ইচ্ছা প্রকাশ করায় মেসির কাতালানে ফেরার কাজটা সহজ হয়ে গেছে। গাভিকে যদিও বার্সা ছাড়তে চাইছে না। ২০২৬ সাল পর্যন্ত তরুণ মিডফিল্ডারের সঙ্গে চুক্তিও আছে তাদের। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে সে চুক্তি বাতিল করে দিয়েছে লা লিগা। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এছাড়া তাকে দলে ভেড়াতে লোভনীয় প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ, লিভারপুলের মতো ক্লাব। তাই গাভিকে ধরে রাখা বার্সার জন্য কঠিন হবে। আর মেসিকে ফেরাতে এই সুযোগও কাজে নিতে পারে বার্সেলোনা।
অন্যদিকে সুখবর পেয়েছেন মেসি। তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল ২১ মে। কিন্তু গত শুক্রবার পিসজির কাছে ক্ষমা চাওয়ায় সোমবার তার নিষেধাজ্ঞা তুলে নেয় পিএসজি। আজ মাঠেও নামেছন আর্জেন্টাইন তারকা।