images

ফুটবল

বিশ্বকাপে সতীর্থদের গোল করার ‘মন্ত্র’ শিখিয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৩, ০৭:৫১ পিএম

কাতারে বিশ্বকাপ জিতে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। স্বপ্নযাত্রায় দলকে আসরের শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। শুধু তাই নয়। সতীর্থরা কীভাবে গোল করবেন সেটাও আগে থেকে বলে দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের এতদিন পর সে কথা ফাঁস করলেন আরেক আর্জেন্টাইন তারকা নাহুয়েল মোলিনা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ঘটেছিল এমন ঘটনা। অনুশীলনের সময় নাকি সতীর্থদের সে কথা জানিয়েছিলেন মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোলিনা বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে আমরা অনুশীলন করছিলাম। স্ক্যালোনি বলছিল আমার প্রান্ত থেকে আক্রমণে ওঠার কথা। সে ভাবেই ছক কষছিলাম আমরা।’

আরও পড়ুন- আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

এরপর অনুশীলন শেষে মোলিনাকে গোলের কথা বলেছিলেন মেসি। মোলিনা জানান, ‘অনুশীলন শেষে মেসি আমার কাছে এসে বলল, তোমার প্রান্ত ধরেই প্রথম গোল করব আমরা। ম্যাচেও সেটা ও আমাকে বলেছিল। আমি খুব চাপে পড়ে গিয়েছিলাম। খেলাতেও তাই হল।’

সেদিন ডাচদের বিপক্ষে ৩৫তম মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠে বল ধরে অনেকটা এগিয়ে এসে মোলিনার দিকে পাস পাড়ান মেসি। লা পুলগা যেখান থেকে মোলিনাকে পাস দেন, সেটা ভাবতেই পারেননি নেদারল্যান্ডসের ডিফেন্ডাররা। এরপর মেসির পাস ধরে গোল করে দলকে লিড এনে দেন মোলিনা।

আরও পড়ুন- ম্যারাডোনার মৃত্যুরহস্য, বিচারের মুখোমুখি ৮ চিকিৎসাকর্মী

উল্লেখ্য, নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র ছিল খেলা। এরপর টাইব্রেকারে খেলার ভাগ্য নির্ধারন হয়। যেখানে নেদারল্যান্ডসের দুইটি পেনাল্টি রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরবর্তীতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান মেসি-ডি মারিয়ারা।

এফএইচ