images

ফুটবল

ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৩, ০৪:৪১ পিএম

কাতার বিশ্বকাপের মধ্যে দিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে সোনালী শিরোপা হাতে তুলেছে মেসির আর্জেন্টিনা। অপরদিকে বিশ্বকাপের পর গতমাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামে আলবিসেলেস্তেরা। যেখানে দুটিতেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এবার আরও খুশির খবর পেল মেসির দল। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছে আলবিসেলেস্তারা। 

আন্তর্জাতিক বিরতিতে পানামা ও কুরসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতে আর্জেন্টিনা। এর ফলে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার নতুন হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে ওঠে এসেছে মেসি-ডি মারিয়ারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর একটিমাত্র প্রীতি ম্যাচ খেলেছে। মরক্কোর বিপক্ষে সে ম্যাচে হেরে পয়েন্ট খুইয়ে তিন নম্বরে নেমে গেছে হলুদ জার্সিধারীরা। 

নতুন হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.৫৫। ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ানে পরিণত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। আগের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগের র‍্যাঙ্কিংয়ে ব্লুদের পয়েন্ট ছিল ১৮২৩.৩৯। আর এতদিন শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে। ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে আগেরবার শীর্ষে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৪.২১।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বেলজিয়াম আছে ৪ নম্বরেই। সেরা দশের বাকি দলগুলোও আছে আগের অবস্থানেই। এছাড়া কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আগের মতো ১১ নম্বরেই আছে।