স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম
আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে স্বপ্ন যাত্রার পর নানারকম বিতর্কের মুখে পড়েন এমি। জয়ের পর মাঠের মধ্যেই অশ্লীল ভঙ্গি থেকে শুরু করে ছাদখোলা বাসে ফরাসি তারকা এমবাপের পুতুল নিয়ে রসিকতায় তোপের মুখে পড়েন এই আর্জেন্টাইন তারকা।
কাতারে অনবদ্য ছন্দে থাকা এই ৩০ বছর বয়সী গোলরক্ষক এবার বিশ্বকাপে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, লিওনেল মেসির নিষেধাজ্ঞার পরও তিনি এসব কাজে জড়িয়েছিলেন। সম্প্রতি এক ফরাসি সংবাদপত্রে এসব কথা জানান মার্টিনেজ।
আরও পড়ুন- ভারতের কাছে তিন দিনেই হার অস্ট্রেলিয়ার

তিনি জানিয়েছেন, ‘মেসি আমাকে নিষেধ করেছিল। তবে আমি তা শুনিনি। আমার যা মনে হয়েছিল, আমি সেটাই করেছি, তবে আমি এখন হয়তো সেই ভাবে আর উল্লাস করব না। ওটা সেই মুহূর্তে হয়েছিল। আমি পরিকল্পনা করে কিছু করিনি।’
বিশ্বকাপের ফাইনালে কেন এমন উল্লাস করেছিলেন, সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে এমি বলেন, ‘আমি এর আগেও কোপা আমেরিকা জিতে এইভাবে উল্লাস করেছিলাম। এরপর সতীর্থরা বলেছিল, বিশ্বকাপ জিতলে সেটা আমি করতে পারব না। তাই ওদের দেখাতেই আমার উল্লাস করতে ইচ্ছা করেছিল। তাই করেছিলাম।’
আরও পড়ুন- ড্রেসিংরুমে ধূমপান, শাস্তির মুখে সুজন
এর আগে কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন মার্টিনেজ। এমনকি ফাইনালে ফরাসিদের হারিয়ে তিন যুগের শিরোপা খরা কাটাতে এই গোলরক্ষকের ভূমিকা ছিল অভাবনীয়।
এফএইচ