স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম
আজ থেকে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশর মেয়েরা মুখোমুখি হয়েছিল নেপালের মেয়েদের বিপক্ষে। সেখানে শুরুটা করেছিল দুর্দান্তভাবে ১৩ মিনিটেই ২ গোল করেছিল টাইগ্রেসরা। তবে শেষ পর্যন্ত বিশাল ব্যবধানের জয় না পেলেও, ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা
হিমালয় কন্যাদের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা খাতুন। এরপর শামসুন্নাহার ম্যাচের ১৩ মিনিটেই করেন ব্যবধান দ্বিগুণ। দারুণভাবে বক্সের ভিতরে বল নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন তিনি। অপরদিকে ম্যাচের ২৪ মিনিটে গোল করে ব্যবধান কমান নেপালের মানমায়া দামাই। এরপর প্রথামার্ধে আর কেউ গোলের দেখা না পেলে ২-১ গোল নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধ শুরু হয় বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহারকে বাদেই। পরে দুই দলের আগ্রসী খেলা চলতে থাকে দ্বিতীয়ার্ধ পুরোটা সময় ধরে। শেষ পর্যন্ত যোগ করা সময়ের এক মিনিটের মাথায় শাহেদা আক্তার রিপা নেপালের জালে শেষ পেরেকটি টুকে দিয়ে ৩-১ ব্যবধানে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুভসূচনা করে।
এবার অনূর্ধ্ব-২০ নারী সাফ সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে চার দেশ নিয়ে। যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত, নেপাল ও ভুটান। এছাড়া এবারের আসরটি হচ্ছে চারটি দল একে অন্যের সঙ্গে খেলবে। তিনটি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দেশ ফাইনালে লড়বে।
এসটি