images

ফুটবল

অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে রোনালদোর

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ এএম

কাতারে বিশ্বকাপ চলাকালীন সময়েই খবর পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায়ের। ম্যানইউ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর এই পর্তুগিজ তারকা যোগ দেন সৌদি ক্লাব আল নাসেরে। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত দলটির হয়ে খেলবেন তিনি। আল নাসেরের সঙ্গে এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবলে সম্ভাব্য ইতি ঘটে এই মহাতারকার। 

আল নাসেরে যোগ দিলেও রোনালদো কবে নাগাদ ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামবেন তা নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে আজ সৌদি প্রো লিগের ম্যাচে আল এত্তিফাকের বিপক্ষে মাঠে নামছেন সিআর সেভেন। সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন- নতুন বিতর্কে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

তবে এখন পর্যন্ত আল নাসেরের জার্সিতে মাঠে নামা না হলেও, গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদির মাটিতে প্রথমবারের মতো খেলতে নামেন রোনালদো। আরব দেশটির দুই জনপ্রিয় ক্লাব আল হিলাল ও আল নাসেরের সমন্বয়ে গড়া অল স্টার ইলেভেনের হয়ে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে এক প্রীতি ম্যাচের লড়াইয়ে নেমেছিলেন এই পর্তুগিজ তারকা ফুটবলার। হাইভোল্টেজ সেই ম্যাচে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাব পিএসজি।

মেসি-রোনালদোর এই লড়াই রীতিমতো মুগ্ধতা ছড়ায় গোটা ফুটবল বিশ্বে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর সেই দ্বৈরথ চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

আরও পড়ুন- আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের তপু

এর আগে আল নাসের যোগ দেওয়ার পর রোনালদো জানিয়েছিলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে, আমি ইউরোপীয় ফুটবলে জেতার জন্য নিজের সবকিছু দিয়ে চেষ্টা করেছি ও তা জিতেছি। এখন নিজের থেকেই অনুভব করছি যে এশিয়াতে আমার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে ও তাদের সাথে আমার নতুন ক্লাবকে জয় এনে দিতে মুখিয়ে আছি। নতুন করে আমাকে সাফল্য অর্জন করতে হবে।’

এফএইচ